বাণিজ্যিক রাজধানীর কোথায় কী আজ

চট্টগ্রাম বন্দরফাইল ছবি

চট্টগ্রাম নগরে আজ রোববার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন থাকছে। জেনে নিন কয়েকটি অনুষ্ঠান ও কর্মসূচির খবর।

চট্টগ্রাম প্রেসক্লাব: ড. জিনবোধি ভিক্ষুর ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে বেলা ৩টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।  

জেলা শিল্পকলা একাডেমি: চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক সংগঠন ‘অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’–এর নাটক ‘না-মরদের কাব্য’র চতুর্থ ও পঞ্চম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

নগর পুলিশ: চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইনসে চট্টগ্রাম নগর পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মো. মাহাবুবুর রহমান।

সিআরবি: নগরের শিরীষতলায় বইবন্ধু আয়োজিত দুই দিনব্যাপী বই বিনিময় উৎসবের শেষ দিন আজ রোববার। বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উৎসব চলবে।