ফেরি থেকে অটোরিকশা ছিটকে নদীতে, ১৩ ঘণ্টা পর বউ-শাশুড়ির লাশ উদ্ধার

দুই নারীর লাশ উদ্ধার করে নিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গতকাল শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিশনন্দী ফেরিঘাটেছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফেরি থেকে সিএনজিচালিত অটোরিকশা ছিটকে নদীতে পড়ে নিখোঁজের সাড়ে ১৩ ঘণ্টা পর দুই নারীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

গতকাল শনিবার ভোরে উপজেলার বিশনন্দী ফেরিঘাটে অটোরিকশাটি মেঘনা নদীতে পড়ে গিয়েছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সন্ধ্যা ৬টার দিকে নদী থেকে অটোরিকশাটি উদ্ধার করে। অটোরিকশার ভেতর থেকে দুজনের লাশ উদ্ধার করে। আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত দুই নারী হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার রসুলাবাদ এলাকার মোসাদ্দেক হোসেনের স্ত্রী খালেদা বেগম (৪০) ও তাঁর ছেলে সাগর হোসেনের স্ত্রী ফারজানা বেগম (১৯)।

প্রত্যক্ষদর্শী ও স্বজনের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কর্মকর্তা শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, খালেদা বেগম তাঁর ছেলে সাগর হোসেন ও কামাল হোসেন এবং তাঁর পুত্রবধূ ফারজানাকে নিয়ে ঈদ করতে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। গতকাল সকাল ৬টার দিকে বিশনন্দী ঘাটে তাঁদের বহনকারী অটোরিকশা ফেরিতে ওঠে। সেটি ফেরির একবারে পেছনের দিকে ছিল। ফেরিটি ঘাট ছেড়ে যাওয়ার দুই থেকে তিন মিনিটের মধ্যে হঠাৎ ঢেউয়ের ঝাঁকুনিতে অটোরিকশাটি নদীতে পড়ে যায়। এ ঘটনায় খালেদা ও ফারজানা নিখোঁজ হন। কামাল ও চালক সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হন। ফেরিতে ওঠার পরপরই অটোরিকশা থেকে নেমে গিয়েছিলেন সাগর। এ কারণে তিনি রক্ষা পান। পরে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরি দল দিনভর নদীতে তল্লাশি চালায়। সন্ধ্যা ৬টার দিকে ট্রলার দিয়ে টেনে অটোরিকশাটি ওপরে তোলা হয়। তখন অটোরিকশার ভেতর থেকে ওই দুই নারীর লাশ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, ফেরির পেছনে নিরাপত্তাবেষ্টনী ছিল না। নিরাপত্তাবেষ্টনী থাকলে অটোরিকশাটি ফেরি থেকে নদীতে পড়ত না।