নোয়াখালীর মুছাপুর ক্লোজার থেকে যুবকের লাশ উদ্ধার
নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজারের (নদীর পানিপ্রবাহ নিয়ন্ত্রণের জন্য বিশেষ ব্যবস্থা) ব্লকের ওপর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার রাত ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ওই যুবকের আনুমানিক বয়স ২৫ বছর। তাঁর পরনে গ্যাবার্ডিন প্যান্ট ও টি-শার্ট ছিল। স্থানীয় বাসিন্দারা তাঁকে চেনেন না। পোশাক দেখে লাশটি পর্যটকের বলে ধারণা করা হচ্ছে। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফৌয়জুল ইসলাম প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে ছোট ফেনী নদীর জোয়ারের পানিতে লাশটি ভেসে এসে ওই এলাকায় আটকে গেছে। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য আজ মঙ্গলবার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।