মহাসড়কে পড়ে ছিল মোটরসাইকেলচালকের রক্তাক্ত মরদেহ

লাশ
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মহাসড়ক থেকে মো. মইন উদ্দিন (২৮) নামের এক মোটরসাইকেল আরোহীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি এলাকা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত মইন উদ্দিন কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার মনিরুল ইসলামের ছেলে। নিজের মোটরসাইকেলে করে তিনি ঢাকা থেকে কুমিল্লায় যাচ্ছিলেন। সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, রাতে স্থানীয় লোকজন সড়কে একটি লাশ পড়ে থাকার কথা জানান। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। পরে তাঁর সঙ্গে থাকা মুঠোফোনের সূত্রে জানা যায়, মইন উদ্দিন ঢাকা মেট্রো ল ৩০-২৪২৯ নম্বরের একটি মোটরসাইকেলে করে কুমিল্লা যাচ্ছিলেন। এরই মধ্যে সড়কে তাঁর মৃত্যু হয়।

ওসি বলেন, মইন উদ্দিনের মাথায় হেলমেট ছিল। তবু তাঁর মাথা থেঁতলে গেছে। জায়গাটি নির্জন হওয়ায় কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা কেউ বলতে পারেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো যানবাহনের ধাক্কা কিংবা মোটরসাইকেল পিছলে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পরে নিহত ব্যক্তির পরিবারকে খবর দেওয়া হয়। এ ঘটনায় একটি মামলা হবে বলে জানান ওসি।