আনোয়ারায় ১৯০ বোতল বিদেশি মদ যেভাবে পাচার হচ্ছিল
চট্টগ্রামের আনোয়ারায় একটি মিনিট্রাকে অভিযান চালিয়ে ১৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ট্রাকটির চালককে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার বারশত ইউনিয়নের গোবাদিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম আমির হোসেন (২৮)। তিনি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার খেতাছড়া এলাকার কামাল উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, ট্রাকটি বিদেশি মদের চালানটি নিয়ে উপজেলার গোবাদিয়া এলাকা থেকে চট্টগ্রাম নগরের দিকে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে সিইউএফএল কলোনি এলাকায় ওই ট্রাকটি থামার সংকেত দেওয়া হয়। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও চালককে গ্রেপ্তার এবং ট্রাক থেকে বিদেশি মদের বোতলগুলো উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, বিদেশি কোনো জাহাজ থেকে অবৈধভাবে এসব মদ খালাস করা হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমেদ বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনার মূল হোতাদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।