মাদারীপুরে দুই পক্ষের মারামারি থামাতে গিয়ে যুবক টেঁটাবিদ্ধ

টেঁটাবিদ্ধ মিজান কাজী হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার রাত ১১টার দিকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালেছবি: প্রথম আলো

মাদারীপুর সদর উপজেলায় দুই পক্ষের মারামারি থামাতে গিয়ে এক যুবক টেঁটাবিদ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার রাস্তি ইউনিয়নের লক্ষ্মীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী যুবকের দাবি, স্থানীয় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মারামারি থামাতে গেলে তাঁকে টেঁটাবিদ্ধ করা হয়েছে।

টেঁটাবিদ্ধ ব্যক্তির নাম মিজান কাজী (৩৯)। তিনি রাস্তি ইউনিয়ন লক্ষ্মীগঞ্জ এলাকার বীর মুক্তিযোদ্ধা কাজী এনায়েত হোসেনের ছেলে। মিজান পেশায় একজন কৃষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে লক্ষ্মীগঞ্জ এলাকার একটি মসজিদে তারাবিহ নামাজ পড়েন মিজান কাজী। নামাজ শেষে মসজিদের সামনে স্থানীয় কিশোরদের দুই পক্ষের মধ্যে হট্টগোল দেখে তিনি দুই পক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় একই এলাকার ড্যানি চৌধুরী (২২) নামের এক তরুণ একটি টেঁটা দিয়ে মিজানকে পেছন থেকে আঘাত করেন। স্থানীয় লোকজন এগিয়ে এলে পালিয়ে যান ড্যানিসহ তাঁর সহযোগীরা। পরে মিজানকে টেঁটাবিদ্ধ অবস্থায় উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সালমান চৌধুরী বলেন, ‘ওই যুবকের পিঠে আঘাত করা হয়েছে। তাঁর অবস্থা গুরুতর। পিঠে সেলাই করে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। তাঁকে ভর্তি রেখে সাধ্যমতো চিকিৎসা দেওয়া হচ্ছে।’

চিকিৎসাধীন মিজান কাজী অভিযোগ করেন, ‘নামাজ শেষ হতেই দেখি, মসজিদের সামনে স্থানীয় কিশোরদের দুটি গ্রুপের মারামারি। পরিস্থিতি খারাপ দেখে সামনে এগিয়ে যাই। চেষ্টা করি দুই পক্ষকে সরিয়ে দিতে। হঠাৎ ড্যানি তাঁর লোকজন নিয়ে আমাকে পেছন থেকে টেঁটা ছুড়ে মারে। টেঁটা এসে আমার পিঠে লাগলে আমি মাটিতে পড়ে যাই। আমি কোনো দলে বা গ্রুপিংয়ের সঙ্গে জড়িত নই। তবু আমাকে মারা হলো। যারা আমাকে টেঁটা মেরে আহত করেছে, তাদের বিচার চাই।’

অভিযোগের বিষয়ে ড্যানি চৌধুরী বলেন, মসজিদের সামনে তাঁরা ছিলেন। তবে তিনি কাউকে আঘাত করেননি। তাঁর সঙ্গে কারও কোনো বিরোধও নেই। তবু ষড়যন্ত্র করে তাঁর নাম দেওয়া হচ্ছে। পুলিশ তদন্ত করলে সব সত্য জানা যাবে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, ওই এলাকায় স্থানীয় দুটি পক্ষ বেশ কিছুদিন ধরে তুচ্ছ ঘটনা নিয়ে মারামারি করে আসছে। গতকাল দুপুরেও একজন কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। রাতে এক যুবককে টেঁটা দিয়ে কোপানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। টেঁটাবিদ্ধ ওই ব্যক্তি থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।