রংপুরে সংবর্ধনা অনুষ্ঠানে মেঘ–বৃষ্টি উপেক্ষা করে কৃতী শিক্ষার্থীদের উৎসব

কৃতী শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে উঠেছে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠ। আজ মঙ্গলবার সকালে শিখো-প্রথম আলো সংবর্ধনা অনুষ্ঠানে
ছবি: মঈনুল ইসলাম

শরতের আকাশে কখনো মেঘ, কখনো বৃষ্টি। প্রকৃতির এমন আবহাওয়ার মধ্যেও সকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠ শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে উঠেছে। সেখানে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান।

আজ মঙ্গলবার সকাল আটটা থেকে কৃতী শিক্ষার্থীরা রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে ছুটে আসতে থাকে। তাদের সঙ্গে অনেকের অভিভাবকেরাও এসেছেন। শিক্ষার্থীরা শুরুতে অনুষ্ঠানস্থলে এসে নির্দিষ্ট বুথের সামনে লাইনে দাঁড়িয়ে ক্রেস্ট ও স্ন্যাকস বক্স সংগ্রহ করে। এরপর সকাল ১০টায় পাবলিক লাইব্রেরি মাঠে মুক্তমঞ্চে রংপুর ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলের (আইজিএস) শিল্পীদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল পর্ব।

আরও পড়ুন

সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় জিপিএ-৫ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এবারের উৎসবটি পাওয়ার্ড বাই ‘বিকাশ’। সহযোগিতা করছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা। রংপুরের উৎসবে অংশ নিতে জিপিএ-৫ পাওয়া ২ হাজার ৪২৯ শিক্ষার্থী নিবন্ধন করেছে।

কৃতী শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে উঠেছে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠ। আজ মঙ্গলবার সকালে শিখো-প্রথম আলো সংবর্ধনা অনুষ্ঠানে
ছবি: প্রথম আলো

সকাল থেকেই উৎসব প্রাঙ্গণে আসতে শুরু করে নিবন্ধন করা শিক্ষার্থীরা। রংপুর ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে জারিফ আহনাত। বন্ধুদের সঙ্গে সংবর্ধনা অনুষ্ঠানে এসে বলে, ‘এই সংবর্ধনা অনুষ্ঠান আমাকে অনুপ্রাণিত করবে। আজকে সকাল সকাল এমন অনুষ্ঠানে এসে ভীষণ আনন্দ লাগছে।’
রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া মেহজাবিন সংবর্ধনা নিতে এসে বলে, ‘অনেক দিন পর বন্ধুদের সঙ্গে দেখা হবে। তাই বৃষ্টি উপেক্ষা করে ছুটে এসেছি।’

আরও পড়ুন
রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে শিখো- প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠানে শিখোর দুই কর্মকর্তা
ছবি: প্রথম আলো

দিনব্যাপী উৎসবে শিক্ষার্থীদের জন্য থাকছে ক্রেস্ট, অনলাইনে সার্টিফিকেট, প্রথম আলো ই-পেপার (১ মাস) ও চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন, শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স ও ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাকস।

উৎসবের দ্বিতীয় অধিবেশনে সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিতে উৎসব প্রাঙ্গণে উপস্থিত হবেন প্রথম আলোর ডিজিটাল রূপান্তর ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসানসহ রংপুরের শিক্ষক ও গুণীজনেরা। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন– রবীন্দ্র গবেষক শাশ্বত ভট্টাচার্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুহিন ওয়াদুদ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, আইজিএস স্কুলের শিক্ষক মাহেদুল ইসলাম, শিখোর রসায়ন মেন্টর আরিফ হক ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় মেন্টর কামরুল হাসান শাহিদিন, বন্ধুসভার সভাপতি রওনক জাহান, অদম্য মেধাবী শিক্ষার্থী জোবায়ের রহমান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আরিফুল হক প্রমুখ।

আরও পড়ুন
গান শোনাচ্ছেন ক্লোজআপ ওয়ান তারকা মেহরাব
ছবি: প্রথম আলো

বক্তব্য শেষে ঢাকা থেকে আসা ক্লোজআপ ওয়ান তারকা শিল্পী মেহরাব গান করেন। সেই সঙ্গে রংপুরের স্থানীয় শিল্পী রনজিৎ কুমার রায়, মকসুদার রহমান, জাহাঙ্গীর কবির, রওশন আরা সোহেলী, আইজিএস স্কুলের কোরাস শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।