পাবনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি

পাবনার মধ্য শহরে সড়ক অবরোধ করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ। আজ মঙ্গলবার পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে
ছবি: প্রথম আলো

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসের সঙ্গে গতকাল সোমবার একটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কা লাগে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বাসকে জরিমানা করা হয়। আর এতেই ক্ষুব্ধ হয়ে আজ মঙ্গলবার এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান সড়ক অরোধ করে বিক্ষোভ করেন।

আজ দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। এতে পুরো শহরে যানজটের সৃষ্টি হওয়ায় দুর্ভোগ পোহায় শহরবাসী। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্মকর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শহরের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দুপুরে শহরের আবদুল হামিদ সড়কে পান্তুয়া মিষ্টির দোকানের সামনে একটি অটোরিকশা দাঁড়িয়ে ছিল। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের বাস ধাক্কা দিলে অটোরিকশাটি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা বাসটিকে আটক করেন। তাঁরা অটোরিকশার ক্ষতিপূরণ বাবদ বাসচালককে কিছু টাকা দিতে বলেন। পরিস্থিতি দেখে পান্তুয়ার ব্যবস্থাপক মো. নাজির উদ্দিন দোকান থেকে বের হয়ে বিষয়টির মধ্যস্থতা করেন। তিনি বাসচালকের কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করে অটোরিকশার চালককে দেন। এতেই ক্ষিপ্ত হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের কয়েকজন জানান, ঘটনার জেরে আজ দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে ৬টি বাস নিয়ে শিক্ষার্থীরা জেলা শহরে আসেন। তাঁরা মধ্য শহরে বাস থামিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। একই সঙ্গে পান্তুয়ার ম্যানেজার নাজিরউদ্দিনকে মারধর করেন। এতে পুরো শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়।

শহরের অধিকাংশ সড়কে যানবাহন আটকে দুর্ভোগের শিকার হয় শহরবাসী।
খবর পেয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, সদর থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামাল হোসেনসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে হাজির হন। তাঁরা বিক্ষুব্ধ শিক্ষার্থী ও পান্তুয়া কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। পরে তাঁদের মধ্যস্থতায় পান্তুয়ার ব্যবস্থাপক নাজিরউদ্দিন নিঃশর্ত ক্ষমা চাইলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে ক্যাম্পাসে ফেরেন।

অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ঘটনাস্থল থেকে বলেন, ‘তুচ্ছ একটি ঘটনায় শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন। আমরা আপাতত বিষয়টি সমাধান করেছি। বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বাস শহরের মধ্য সড়ক দিয়ে যাতায়াত করায় মাঝেমধ্যেই এই সমস্যার সৃষ্টি হচ্ছে। আমরা বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামাল হোসেন বলেন, ‘আমরা শিক্ষার্থী ও পান্তুয়া কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধান করেছি। এখন বাস চলাচলের বিষয়টি নিয়ে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’