কক্সবাজারে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে জেলেকে পিটিয়ে হত্যা

হত্যা
প্রতীকী ছবি

কক্সবাজার সদরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে আবদুল গফুর (৩৫) নামের এক জেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার খুরুশকুল ইউনিয়নের পেঁচারঘোনা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন বলেন, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হামলাকারীদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

গফুর মাটিতে লুটিয়ে পড়লে লাঠি দিয়ে উপর্যুপরি পিটিয়ে মুমূর্ষু অবস্থায় রাস্তায় ফেলে পালিয়ে যান হামলাকারীরা।

নিহত আবদুল গফুরের স্ত্রী তরিকা বেগম (২৩) প্রথম আলোকে বলেন, ১০ দিন ট্রলার নিয়ে সাগরে ছিলেন তাঁর স্বামী। গতকাল বুধবার রাতে বাড়িতে আসেন। আজ সকাল সাড়ে সাতটার দিকে তিনি সাগরে মাছ ধরার জন্য কক্সবাজার শহরের উদ্দেশে বের হচ্ছিলেন। বাড়ি থেকে বের হয়ে উঠানে গেলে প্রতিবেশী নুর আহমদের পরিবারের লোকজন লাঠিসোঁটা নিয়ে হামলা করেন। এ সময় গুরুতর আহত হয়ে আবদুল গফুর মাটিতে লুটে পড়েন।

নিহত ব্যক্তির ভাই শাকের উল্লাহ বলেন, বাড়ি থেকে বের হলেই আবদুল গফুরের সঙ্গে বাড়ির সীমানা নিয়ে ঝগড়া শুরু করেন প্রতিবেশী নুর আহমদ। কথা-কাটাকাটির একপর্যায়ে আবদুল গফুরকে লাঠি দিয়ে পেছন থেকে আঘাত করেন তাঁরা। এ সময় গফুর মাটিতে লুটিয়ে পড়লে লাঠি দিয়ে উপর্যুপরি পিটিয়ে মুমূর্ষু অবস্থায় রাস্তায় ফেলে পালিয়ে যান হামলাকারীরা। স্থানীয় লোকজন গুরুতর আহত গফুরকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নুর আহমদসহ তাঁর পরিবারের সদস্যরা ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন। যোগাযোগের চেষ্টা করেও তাঁদের কাউকে পাওয়া যায়নি।