পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার দাবি পূজা উদ্‌যাপন পরিষদের

চট্টগ্রামের মানচিত্র

সাম্প্রদায়িক সহিংসতায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করাসহ আট দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ চট্টগ্রাম জেলা কমিটি।

আজ শুক্রবার দুপুরে নগরের প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষ থেকে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, এবার চট্টগ্রাম জেলায় ১ হাজার ৫৮৭টি সর্বজনীন প্রতিমাপূজা ও ৪৭৫টি ঘটপূজা অনুষ্ঠিত হচ্ছে। ২৫ সেপ্টেম্বর চণ্ডীতীর্থ মেধসমুনি আশ্রমে মহালয়া উদ্‌যাপনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার উদ্বোধন করা হয়।

এবার প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। পূজা উদ্‌যাপনকালে নিরাপত্তার পাশাপাশি প্রতিটি উপজেলায় মডেল মন্দির নির্মাণ, পূজায় চার দিনের সরকারি ছুটি, সংখ্যালঘু শিক্ষকদের হয়রানি বন্ধ করা ও তাঁদের লাঞ্ছনাকারীদের শাস্তির দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

এ ছাড়া নগরের রহমতগঞ্জে দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেনের বাড়িতে ঘোষিত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ জাদুঘর প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার দেব। এ সময় সভাপতি শ্যামল কুমার পালিত, সাবেক সভাপতি দীলিপ মজুমদার, সহসভাপতি চন্দন বিশ্বাস, নিতাই প্রসাদ ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।