ভৈরবে কয়েল কারখানায় আগুন, তিন শ্রমিক দগ্ধ

কিশোরগঞ্জের ভৈরবে একটি কয়েল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে ওই কারখানার তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের পঞ্চবটি এলাকার দুলাল মিয়ার কয়েল কারখানায় এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট টানা পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

দগ্ধ শ্রমিকেরা হলেন মাছুম মিয়া, মুর্শেদ মিয়া ও দ্বীন ইসলাম। তাঁরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ফায়ার সার্ভিস ও কারখানার শ্রমিকেরা জানান, টিনশেডের ওই কারখানায় ২০ জন শ্রমিক কাজ করেন। কারখানাটি মূলত অন্য কোম্পানির কয়েল অর্ডার নিয়ে তৈরি করে। তবে গতকাল দুর্ঘটনার সময় উৎপাদন বন্ধ ছিল। সন্ধ্যা ছয়টার দিকে কারখানার কয়েল হিটার রুমে আগুনের শিখা দেখা যায়। এ সময় আগুন নেভাতে গিয়ে তিন শ্রমিক দগ্ধ হন।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ভৈরব বাজার ইউনিট ও নদীঘাট ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানো শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মালিক দুলাল মিয়ার দাবি, আগুনে কারখানার অবকাঠামো, যন্ত্রাংশ ও কাঁচামাল পুড়ে গেছে। এতে তাঁর সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস নদীঘাট ইউনিটের ইনচার্জ মকবুল হোসেন বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতি পাঁচ লাখ টাকা।