শিবগঞ্জে তরুণের কবজি বিচ্ছিন্ন করে দিল প্রতিপক্ষ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক তরুণের হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই তরুণের নাম মো. রুবেল (২৫)। তিনি একই ইউনিয়নের নামোচাকপাড়া গ্রামের বাসিন্দা।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এইচ এম মামুন জানান, ধারালো অস্ত্র দিয়ে কাটা বিচ্ছিন্ন ডান হাতের কবজি কাপড়ে মুড়িয়ে রুবেলকে বেলা পৌনে দুইটার দিকে এই হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালে রুবেলের মা মুক্তারা খাতুন সাংবাদিকদের জানান, তাঁর ছেলে এক নারীকে পালিয়ে বিয়ে করেন। কয়েক দিন আগে ওই নারীকে বাড়িতে নিয়ে আসেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই নারীর বাবা ও ভাইয়েরা মিলে রুবেলকে দড়ি দিয়ে বেঁধে হাতের কবজি কেটে নিয়েছে।
স্থানীয় লোকজন জানান, এলাকার একটি গমখেত থেকে ট্রলিতে গমবোঝাই করে মালিকের বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিল রুবেল। পথে ট্রলি থামিয়ে তাঁকে মোটরসাইকেলে করে একই ইউপির মুসলিমপুরের কাছে একটি বিলের মধ্যে নিয়ে গিয়ে হাত কেটে দেওয়া হয়।
তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ওই নারীর বড় ভাই। আজ বিকেলে তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি এখন গমখেতে কাজ করছি। কে বা কারা রুবেলের হাত কেটেছে, জানি না।’ রুবেলের সঙ্গে তাঁর বোনের সম্পর্কের কথা স্বীকার করেন তিনি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মেদ বলেন, মেয়েটির বাবা ও ভাইয়েরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা এখন পলাতক। তাঁদের ধরতে চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় এখনো মামলা হয়নি।