রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ফেনীতে মশাল মিছিল
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে ফেনীতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ সোমবার সন্ধ্যায় শহরের জেল রোডের সামনে থেকে মশাল মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. আজিজ, ওমর ফারুক, মো. সোহাগসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ সময় রাষ্ট্রপতির বিরুদ্ধে নানা স্লোগান দেন তাঁরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেনীর সমন্বয়ক মো. আজিজ বলেন, ‘রাষ্ট্রপতি আওয়ামী লীগকে পুনর্বাসনে কাজ করছেন। অবিলম্বে তাঁকে পদত্যাগ করতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর রাজনীতি নিষিদ্ধ করতে হবে।’
বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অর্জন কোনোভাবে বৃথা যেতে দেওয়া যাবে না। শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ফেনীর শ্রাবণদের খুনিরা এখনো বাইরে। এই খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।