জামালপুরে আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের অভিযোগ

সাংবাদিক রাশেদুল ইসলাম
ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের এক নেত্রী ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে এক সাংবাদিককে মারধর ও জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুরে উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই নেত্রীর নাম শিলা সরোয়ার। তিনি বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য। ভুক্তভোগী ওই সাংবাদিকের নাম রাশেদুল ইসলাম ওরফে রনি। তিনি ভোরের কাগজ পত্রিকার বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। দুপুরে আহত অবস্থায় উপজেলা পরিষদের সামনে থেকে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে স্থানীয় সাংবাদিকেরা জানিয়েছেন।

সাংবাদিক রাশেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ নেত্রী শিলা সরোয়ারের ডাকে তিনি দুপুরে উপজেলা পরিষদ এলাকায় যান। এ সময় শিলা সরোয়ার, তাঁর গাড়িচালক ও দেহরক্ষী তাঁকে মারধর করেন। একপর্যায়ে তাঁকে জোর করে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করেন। কিল-ঘুষি মারতে মারতে শিলা বলেন, ‘তোরে আজ শায়েস্তা করব, যত টাকা লাগে লাগুক।’ এ সময় তিনি অকথ্য গালিগালাজ করতে থাকেন। রাশেদুলের মুঠোফোন ও পকেটের টাকাও ছিনিয়ে নিয়েছেন তাঁরা। তাঁর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এসে তাঁকে উদ্ধার করেন।

রাশেদুল ইসলাম আরও বলেন, সম্প্রতি ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যান স্থানীয় এক সাংবাদিককে লাঞ্ছিত করেছিলেন। ওই ঘটনায় তিনি সংবাদ প্রকাশ করেছিলেন। ওই ইউপি চেয়ারম্যান শিলা সরোয়ারের ঘনিষ্ঠজন। এ জন্য হয়তো শিলা সরোয়ার ও তাঁর লোকজন তাঁকে মারধর ও তুলে নেওয়ার চেষ্টা করেছেন।

অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ নেত্রী শিলা সরোয়ার প্রথম আলোকে বলেন, ‘সম্প্রতি একটি পিকনিকে আমি গান গেয়েছিলাম। সেখানে বগারচর ইউপির চেয়ারম্যান একটু তাল মিলিয়েছিলেন। ওই গানটিকে বিকৃত করে ফেসবুকে ছেড়ে দিয়েছিলেন ওই সাংবাদিক। ওই বিষয়ে কথা বলার জন্য তাঁকে ডাকা হয়েছিল। ওই সাংবাদিককে কোনো মারধর বা নির্যাতন করা হয়নি। তাঁকে গাড়িতে ওঠানো হয়নি।’

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ‘ফেসবুকে দেখেছি, ওই সাংবাদিককে নাকি মারধর করা হয়েছে। বিষয়টি জানার পর ওই সাংবাদিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। কিন্তু তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’