নীলফামারীতে বিদ্যুতের তার গায়ে পড়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু, শাশুড়ি আহত
নীলফামারীতে বিদ্যুতের তার গায়ে পড়ে মো. সোলায়মান হুসাইন (৬৩) নামের এক ব্যক্তি ও তাঁর পুত্রবধূ শাবানা আক্তার (২৯) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা গেছেন। এ সময় সোলায়মানের স্ত্রী ওয়াতুন নেছাও (৫৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন।
আজ বুধবার বেলা দুইটার দিকে সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের ইটাপীর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ওই ইউপির চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম শাহ ঘটনাটি নিশ্চিত করেছেন।
স্থানীয় লোকজন জানান, আজ দুপুরে সোলায়মান হুসাইনের পরিবারের সদস্যরা মিলে ঘরের পুরোনো খুঁটি বদলানোর কাজ করছিলেন। এ সময় ঘরের বিদ্যুতের একটি তার ছিঁড়ে সোলায়মান ও তাঁর পুত্রবধূ শাবানার গায়ে পড়ে। এতে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। শাবানার শাশুড়ি ওয়াতুন নেছা তাঁদের উদ্ধারে এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোলায়মান ও শাবানা ঘটনাস্থলেই মারা গেছেন।
নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুর রহিম প্রথম আলোকে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত ওয়াতুন নেছাকে আজ দুপুর আড়াইটার দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর জ্ঞান ফিরেছে। তিনি আশঙ্কামুক্ত।