বগুড়ায় সাবেক পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর আলহাজ শেখ
ছবি: সংগৃহীত

বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জেলা যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি আলহাজ শেখকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে সদর থানা-পুলিশ ও জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান চালিয়ে শহরের সূত্রাপুর এলাকার একটি ভবনের সপ্তম তলার তালাবদ্ধ একটি কক্ষ থেকে তাঁকে গ্রেপ্তার করে।

বগুড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ শেখের বিরুদ্ধে পাঁচটি হত্যা, অস্ত্র ও চাঁদাবাজি, পুলিশের ওপর হামলাসহ মোট ১১টি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, আলহাজ শেখকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।

২০২০ সালে পরিবহনে ‘চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার’কে কেন্দ্র করে খুন হন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ ওরফে মিস্টার। এ ঘটনায় হওয়া মামলায় প্রধান আসামি করা হয় জেলা যুবলীগের সহসভাপতি ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ শেখকে।

পুলিশ জানিয়েছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে চারজনকে হত্যার অভিযোগে আলহাজ শেখের বিরুদ্ধে মামলা আছে।

এ ছাড়া ২০২০ সালের ৫ জুন আধিপত্য নিয়ে পূর্ববিরোধের জেরে শহরের উপকণ্ঠ শাজাহানপুর উপজেলার শাকপালা মোড় এলাকায় প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবু হানিফকে হত্যা মামলার প্রধান আসামি আলহাজ শেখ।

মামলার বাদী হানিফের বাবা আরমান আলীর অভিযোগ, মামলার অভিযোগপত্র থেকে আলহাজ শেখের নাম বাদ দেওয়া হলেও আদালতে নারাজি আবেদন করারও সাহস পাননি।