নেত্রকোনায় কেন্দ্রের বাইরে ভোটার নেই, ভেতরও ফাঁকা

ভোটার নেই; অলস বসে আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ মঙ্গলবার নেত্রকোনা আদর্শ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল সোয়া নয়টায়ছবি: প্রথম আলো

নেত্রকোনা সদর উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনে আজ মঙ্গলবার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে খুবই কম। ভোটকেন্দ্রের বাইরে ভোটার নেই; ভেতরও ফাঁকা। অন্তত ছয়টি কেন্দ্রে ঘুরে এই চিত্র দেখা গেছে।

সকাল সাড়ে আটটার দিকে শহরের আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে দেখা যায় মূল ফটকের বাইরে প্রার্থীদের প্রতিনিধিরা ভোটার তালিকা নিয়ে বসে আছেন। তবে ভোটারের সংখ্যা কম। ভেতরে প্রবেশ করে দেখা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য মাঠে দাঁড়িয়ে আছেন। একজন ভোটার ভোট দিতে বুথকক্ষে প্রবেশ করছেন। ওই কেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা ভাস্কর সিংহ জানান, কেন্দ্রে ভোটার ২ হাজার ৪ জন। পাঁচটি বুথে পৌনে এক ঘণ্টায় ভোট দিয়েছেন ১৪ জন ভোটার।

সকাল নয়টার দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় নেত্রকোনা আদর্শ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায় প্রায় একই চিত্র। মূল ফটক পাড়ি দিয়ে ভেতরে প্রবেশ করে দেখা যায় কয়েকজন পুলিশ সদস্য মাঠে বেঞ্চ ও চেয়ার পেতে বসে অলস সময় পার করছেন। কেন্দ্রের বুথগুলো একদম ফাঁকা। এক ঘণ্টায় দুটি বুথে কেউ ভোট দেননি। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হাফিজুর রহমান জানান, কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ১২৭ জন। এর মধ্যে এক ঘণ্টায় ভোট দিয়েছেন ২৩ জন ভোটার।

সকাল সাড়ে নয়টার দিকে শহরের দত্ত উচ্চবিদ্যালয় কেন্দ্রে ছিল সুনসান। ভেতরে হাতে গোনা দুজন পুরুষ ভোটার ভোট দিয়ে বের হচ্ছেন। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আশরাফুল আলম জানান, এখানে মোট ভোটার ২ হাজার ৬৭৭ জন। দেড় ঘণ্টায় ভোট দিয়েছেন প্রায় অর্ধশত ভোটার।

শহরের সাতপাই এলাকায় নেত্রকোনা সরকারি কলেজ কেন্দ্র ও উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে প্রায় একই চিত্র দেখা গেছে।

সকাল পৌনে ১০টার দিকে সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে ছিলেন রহমত আলী (৬৫) নামের একজন ভোটার। তিনি জানান, বিকেলে তিনি ভোট দেবেন। রহমত আলী বলেন, ‘অহন ভোটটা দিতাম না। বিহালে যে সময় অর্থাৎ চাইটার দশ মিনিট আগে গিয়া ভোট দিয়াম। প্রার্থীরা আমারে আরও নেওড়া (অনুরোধ) কইরা লক। অহন ভোট দিলেই তোম দাম কইম্মা যাইব।’

নেত্রকোনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হাসান খান (হেলিকপটার), যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুল আলম (দোয়াত–কলম), সদস্য গোলাম মোহাম্মদ খান পাঠান (মোটরসাইকেল), বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান (কাপ-পিরিচ), সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান (আনারস) ও যুবলীগ নেতা এ কে এম আজাহারুল ইসলাম (ঘোড়া)।

রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাফিকুজ্জামান বলেন, ‘এখন পর্যন্ত কোনো ভোটকেন্দ্রে বা কোনো স্থানে অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি। ভোটাররা নির্বিঘ্নে ভোট দেবেন বলে আশা করছি।’

উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে আজ নেত্রকোনার পূর্বধলা, বারহাট্টাসহ ১৫৬ উপজেলায় ভোট গ্রহণ করা হচ্ছে।