ধানখেতে পড়ে ছিল ইজিবাইকচালকের গলাকাটা লাশ

লাশ
প্রতীকী ছবি

যশোরের বেনাপোল থেকে এক ইজিবাইকচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার বেনাপোল ইউনিয়নের পদ্মবিলা বিলের একটি ধানখেত থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

নিহত ইজিবাইকচালকের নাম সজীব গাজী (১৮)। তিনি বেনাপোল বন্দর থানার উত্তর গয়ড়া গ্রামের শহীদ গাজীর ছেলে।

স্থানীয় কয়েক ব্যক্তি জানান, আজ সকালে স্থানীয় লোকজন পদ্মবিলা বিলের একটি ধানখেতের মধ্যে গলাকাটা একটি লাশ পড়ে থাকতে দেখতে পান। এ সময় তাঁরা বিলের মধ্যে রাস্তায় ওপর এক জোড়া জুতা দেখতে পান। এরপর তাঁরা পুলিশে খবর দেন। সকাল ছয়টার দিকে বেনাপোল বন্দর থানা থেকে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, সজীব গাজীর গলা ধারালো অস্ত্র দিয়ে কাটা ছিল। ইজিবাইক ছিনতাই করার সময় ছিনতাইকারীরা তাঁকে গলা কেটে হত্যা করে লাশ ধানখেতে ফেলে রেখে যেতে পারে।

বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূঁইয়া বলেন, ইজিবাইকচালক সজীব গাজীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ইজিবাইক ছিনতাই করার জন্য ছিনতাইকারীরা তাঁকে গলা কেটে হত্যা করে লাশ ধানখেতে ফেলে রেখে যেতে পারে। সজীব গাজীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোরের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।