পাঁচবিবিতে ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু

জয়পুরহাট জেলার মানচিত্র

ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে এক অজ্ঞাতনামা কিশোর মারা গেছে। আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের ১ নম্বর রেলগেটে এ ঘটনা ঘটে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই কিশোর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগির দরজার হাতল ধরে ঝুলতে ঝুলতে যাচ্ছিল। পাঁচবিবি শহরের ১ নম্বর রেলগেটে এসে ট্রেন থেকে নিচে পড়ে গিয়ে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত কিশোরকে স্থানীয় ব্যক্তিরা চিনতে পারেননি।

পাঁচবিবি থানার ওসি প্রথম আলোকে বলেন, ওই কিশোর ট্রেনের একটি বগির দরজার হাতল ধরে ঝুলছিল। হঠাৎ ধাক্কা লেগে ছিটকে পড়ে সে গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যায় সে। নিহত কিশোরের বয়স ১৩ বছর হবে। তার নাম-ঠিকানা এখনো পাওয়া যায়নি।