হামলা
প্রতীকী ছবি

একটি মামলায় আদালত থেকে জামিনে বের হয়েই মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় বাদীর ওপর আসামিদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ বুধবার ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। হামলায় আহত মামলার বাদী হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি তদন্ত করে দেখবে বলে জানিয়েছে পুলিশ।

লিখিত অভিযোগ এবং ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে উপজেলার তালেবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. হুমায়ুনের নেতৃত্বে উপজেলার রসুলপুর গ্রামের সোবহান মোল্লাকে মারধর এবং তাঁর বাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় সোবহান মোল্লা আদালতে হুমায়ুনসহ কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন। ওই মামলায় হুমায়ুন, মো. জিসান, মো. রনি ও আবদুর রহিমকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গতকাল মঙ্গলবার দুপুরে ইউপি সদস্য হুমায়ুনসহ অন্য আসামিরা জামিনে বের হন। এর পরপরই আদালত প্রাঙ্গণে আসামিরা বাদীকে মারধরের হুমকি দেন। বেলা তিনটার দিকে বাড়ি ফেরার পথে কাশিমপুর এলাকায় মামলার বাদী সোবহানের ওপর অতর্কিত হামলা করেন আসামিরা। রডের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখনো সেখানে চিকিৎসাধীন তিনি। রডের আঘাতে সোবহানের শরীরের বিভিন্ন স্থান  নীল হয়ে ফুলে আছে।

এ ঘটনায় বুধবার সকালে সোবহানের ছেলের স্ত্রী কুলসুম বেগম বাদী ইউপি সদস্য হুমায়ুনসহ ওই চারজন আসামির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, তদন্ত করে এ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হামলার অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য মো. হুমায়ুন বলেন, এ ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তিনি স্থানীয় রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে দাবি করেন।