গোয়ালন্দে ব্যবসায়ীর হারানো মুঠোফোন ৫ বছর পর উদ্ধার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ব্যবসায়ীর হারানো মুঠোফোন পাঁচ বছর পর উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে ওই ব্যবসায়ীর হাতে মুঠোফোনটি তুলে দেয় গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ।
মুঠোফোনটি পেয়ে খুশি গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়া। তিনি বলেন, ফোনটি ফিরে পাবেন, তা কখনো ভাবতেও পারেননি। হারানো ফোন ফিরে পেয়ে তাঁর খুব ভালো লাগছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৯ এপ্রিল ঢাকা থেকে গোয়ালন্দে ফেরার পথে ব্যবসায়ী মো. ছিদ্দিক মিয়া মুঠোফোনটি হারিয়ে ফেলেন। পরে তিনি ব্যক্তিগতভাবে খোঁজ করে না পেয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সম্প্রতি খাগড়াছড়ির রামগর থানা এলাকা থেকে মুঠোফোনটি উদ্ধার করা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় ও আইএমই নম্বর সার্চ করে মুঠোফোনটি উদ্ধার করা হয়েছে। পরে প্রকৃত মালিককে মুঠোফোনটি ফেরতও দেওয়া হয়েছে।