২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

সহযোগিতা চেয়ে আওয়ামী লীগ নেতাদের এমপি মোহিতের চিঠি

মোহিত উর রহমানছবি: সংগৃহীত

ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য (এমপি) মোহিত উর রহমান শান্ত সহযোগিতা চেয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের চিঠি দিয়েছেন। নিজের আক্ষেপের কথা জানিয়ে ফেসবুকে সেই চিঠি আজ রোববার বিকেল চারটার দিকে প্রকাশও করেন।

নিজের স্ট্যাটাসের শুরুতে সংসদ সদস্য মোহিত লেখেন, ‘আমার এই লেখা হয়তো ফেসবুকে দেওয়া উচিত নয়। কিছু কিছু ক্ষেত্রে অসহযোগিতার দরুন বাধ্য হলাম। অন্তত আমাদের দলের নেতা–কর্মী, সদরের ভোটাররা জানুক, আমি চেষ্টা করেছি।’
সদর উপজেলা আওয়ামী লীগের অধীনে থাকা সব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি–সাধারণ সম্পাদককে উদ্দেশ করে ওই চিঠি দেন সংসদ সদস্য মোহিত।

চিঠিতে সংসদ সদস্য মোহিত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের উদ্দেশে লেখেন, ‘আপনাদের অবর্ণনীয় পরিশ্রম ও ভালোবাসায় আমি আজকে ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য। আপনাদের প্রিয় নেতা আলহাজ অধ্যক্ষ মতিউর রহমানের সন্তান হিসেবে মানুষের প্রতি আমার দায়বদ্ধতা আছে। ময়মনসিংহ সদরে সর্বাত্মক উন্নয়ন সাধন করার চেষ্টারত আছি, তাই আপনাদের সহযোগিতা আমার একান্ত প্রয়োজন।’

মোহিত আরও লেখেন, ‘আমার সরকারপ্রধান জননেত্রী শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। তাই আমাদের প্রান্তিক পর্যায়ের মানুষের জীবনযাত্রার মান ও অবকাঠামো উন্নয়নে প্রতিনিয়তই সরকার বরাদ্দ দিয়ে থাকে। আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল, আপনাদের ইউনিয়নের যেসব রাস্তা নতুন করে নির্মাণ-মেরামত প্রয়োজন, যেসব ব্রিজ-কালভার্ট নির্মাণ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থানসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যে সংগঠনে সাহায্য প্রদান প্রয়োজন, এর একটি পূর্ণাঙ্গ তালিকা আমাকে প্রেরণ করবেন। যাতে সরকারি সহযোগিতা আসামাত্রই আমি এই তালিকা থেকে আপনাদের সেবক হিসেবে, সরকারের একজন প্রতিনিধি হয়ে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি।

‘এই বিশাল কর্মযজ্ঞ পরিচালনার জন্য আপনাদের ইউনিয়ন আওয়ামী লীগের অন্যান্য সব সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে (আওয়ামী লীগ) অন্তর্ভুক্ত করে একটি কমিটি গঠন করে দ্রুত আমার নিকট প্রেরণের জন্য মিনতি করছি। এই কমিটি পরবর্তী সময় উক্ত ইউনিয়নের সব বরাদ্দ প্রান্তিক পর্যায়ে বিতরণ করবে। যেন আমার সরকারের সব উন্নয়ন কর্মসূচির অংশীদার বা সুবিধাভোগী প্রান্তিক অঞ্চলের মানুষও হতে পারেন।

এ প্রসঙ্গে সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত বলেন, ‘কিছু কিছু জায়গা থেকে সহযোগিতা পাওয়া যাচ্ছিল না। তাই চিঠি প্রকাশ করা হয়, যেন মানুষ আমার প্রচেষ্টা জানতে পারেন। সব ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের কাছেই চিঠি পৌঁছানো হচ্ছে।’

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মণ্ডল বলেন, ‘চিঠির বিষয়টি আমার জানা নেই। এলাকার মানুষ সহযোগিতা করেই ওনাকে সংসদ সদস্য বানিয়ে দিয়েছেন। উন্নয়নকাজে সহযোগিতা চাইলে অবশ্যই তা মানুষ করবেন।’ তিনি আরও বলেন, সংসদ সদস্য সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তিনি কোনো সহযোগিতা চাইলে পাবেন, না পাওয়ার তো কোনো কারণ নেই।