দেশের শান্তি প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই: শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশের শান্তি প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই। দেশের শান্তি প্রতিষ্ঠিত করতে হলে ইসলামের ছায়াতলে আপনারা আসুন।’ আজ বৃহস্পতিবার সকাল সোয়া আটটার দিকে ফরিদপুরের মধুখালী আখচাষি কল্যাণ ভবনের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
মাগুরায় জনসভায় যাওয়ার পথে মধুখালী পৌর জামায়াত এই পথসভার আয়োজন করে। ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে পথসভায় জামায়াতের আমির বলেন, ‘আমরা যেন সবাই মিলেমিশে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বাংলাদেশ আমাদের জন্মভূমি। আমরা জাতি–ধর্ম–বর্ণনির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস করছি।’
দলীয় নেতা–কর্মীদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘আপনারা সকাল সকাল ভালোবাসার টানে চলে এসেছেন। এ ভালোবাসা প্রিয় দেশের জন্য, মানবতার জন্য, সর্বোপরি মহান আল্লাহ তাআলার জন্য। আল্লাহ আপনাদের এ ভালোবাসাকে কবুল করুন।’ কোরআনের পতাকাতলে আসার জন্য সবাইকে আহ্বানও জানান তিনি।
পথসভায় সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা জামায়াতের আমির আলীমুজ্জামান। এ সময় বক্তব্য দেন বোয়ালমারী পৌর জামায়াতের আমির নিয়ামুল হাসান, মধুখালী পৌর জামায়াতের আমির রেজাউল করীম প্রমুখ। মধুখালী, বোয়ালমারী ও রাজবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকার কয়েক শ জামায়াতের নেতা–কর্মী পথসভায় উপস্থিত ছিলেন। পথসভা শেষে জামায়াতের আমির মাগুরার উদ্দেশ্যে রওনা হন।
জামায়াত ক্ষমতায় এলে নারীরা সম্মান ও নিরাপত্তা পাবেন: মাগুরায় শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, নারীরা এখনো ঘরের বাইরে কাজ করছেন, তবে তাঁদের সম্মান ও নিরাপত্তা নেই। জামায়াত ক্ষমতায় এলে তাঁরা সম্মান ও নিরাপত্তা পাবেন। দেশ গঠনেও ভূমিকা রাখবেন তাঁরা। আজ দুপুরে মাগুরা শহরের নোমানী ময়দানে জেলা জামায়াত আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ‘অনেকে বলেন, মায়েদের আমরা কোণঠাসা করে ঘরের ভেতর আটকে রাখব, মোটেই না। হজরত মুহাম্মদ (সা.) যেমন মায়েদের সম্মানের সঙ্গে, মর্যাদার সঙ্গে কাজ করার সুযোগ করে দিয়েছেন, আমরাও সেটাই করব।’
সমাবেশে আওয়ামী লীগের ১৫ বছরের দুঃশাসনের কথা তুলে ধরেন জামায়াতের আমির শফিকুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার একটা ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছিল। যেখানে মানুষ মন খুলে হাসতেও পারত না, কাঁদতেও পারত না। গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল। সরকারের সমালোচনা করলে জেলে ঢুকিয়ে দেওয়া হতো।
শফিকুর রহমান বলেন, ‘আমরা এমন একটা দেশ চাই, যেখানে কথা বলার ন্যায্য স্বাধীনতা থাকবে। আমরা সীমাহীন অন্যায্য স্বাধীনতায় বিশ্বাসী নই। আমরা একটা সমাজ চাই, যেখানে সাংবাদিকেরা সাদাকে সাদা আর কালোকে কালো বলবে। আমরা সাংবাদিকদের জন্য সেই পরিবেশ নিশ্চিত করতে চাই।’ জামায়াতের এই নেতা বলেন, তাঁর দলের নেতা–কর্মীরা ঘুষ-দুর্নীতিতে যুক্ত হওয়াতে বিশ্বাসী নন। তাঁরা ক্ষমতায় এলে দেশে চাঁদাবাজ–দখলদারের কোনো অস্তিত্ব থাকবে না।
মাগুরা জেলা জামায়াতের আমির এম বি বাকেরের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন, যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক মো. আজিজুর রহমান, মাগুরা জেলা শাখার সাবেক আমির আবদুল মতিন, জেলা জামায়াতের সাবেক আমির আলমগীর বিশ্বাস প্রমুখ।