কল্যাণ পার্টির ইবরাহিমের নির্বাচনী ক্যাম্পে আগুন, জাফর আলমের বিরুদ্ধে অভিযোগ

কক্সবাজার জেলার মানচিত্র

কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে কল্যাণ পার্টির মনোনীত প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নির্বাচনী ক্যাম্প আগুনে পুড়ে গেছে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খোঁজাখালী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় নির্বাচনী ক্যাম্পের পাশে থাকা একটি সার ও কীটনাশকের দোকানও পুড়ে যায়।

এলাকার লোকজন জানান, রাত আড়াইটার দিকে হঠাৎ সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের হাতঘড়ি মার্কার নির্বাচনী ক্যাম্পে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। তাঁরা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে প্রায় হাজারটি পোস্টার-লিফলেট, ৬টি ব্যানার, ৫০টি প্লাস্টিকের চেয়ার ও ২টি টেবিল পুড়ে গেছে। এ সময় নির্বাচনী ক্যাম্পের সঙ্গে লাগোয়া সার ও কীটনাশকের একটি দোকানও পুড়ে যায়। দোকানটির মালিক মো. আব্বাস দাবি করেন, আগুনে তাঁর ছয় থেকে সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ঘটনার জন্য এ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য জাফর আলমকে দায়ী করা হচ্ছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে আগুনে পুড়ে যাওয়া নির্বাচনী ক্যাম্প ও দোকান পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘সবাই জানে সন্ত্রাসীরা কার লোক। তারা এখনো বুঝতে পারে নাই, কোথায় হাত দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। ৭ তারিখের পর সন্ত্রাসীদের ধরে ধরে বিচার করা হবে।’

অভিযোগের বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য জাফর আলম বলেন, ‘আমি পৌরসভা, উপজেলা ও সংসদে প্রতিনিধিত্ব করেছি। এসব নির্বাচনে এ রকম ঘৃণ্য কাজ হয়নি। এবার নির্বাচনে একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। সেই ভীতিকে আরও মজবুত করতে নির্বাচনী ক্যাম্প পোড়ানোর মতো বাজে কাজ করেছেন তাঁরা। এতে হয়তো আমার কর্মী-সমর্থকদের ফাঁসানোর চেষ্টা হতে পারে।’

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে প্রত্যক্ষদর্শী কাউকে পাওয়া যায়নি। অনুসন্ধান চলছে। লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।