সিলেট জেলা বিএনপির সভাপতি বললেন, তৃণমূলের মানুষ দ্রুত জাতীয় নির্বাচন চায়

বালাগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। শনিবার বিকেলে বালাগঞ্জেছবি: প্রথম আলো

তৃণমূলের মানুষ দ্রুত জাতীয় নির্বাচন চায় মন্তব্য করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। শনিবার বিকেলে সিলেটের বালাগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার জিরো পয়েন্ট, মাছবাজার ও বাসস্ট্যান্ড এলাকায় ইফতার বিতরণ, দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে। নির্বাচনপ্রক্রিয়া পিছিয়ে দেওয়ার অজুহাত তৈরি করা যাবে না।’ তিনি আরও বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য ও তারেক রহমানের নেতৃত্ব দলের সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করেছে। বিভেদ সৃষ্টি হলে বিদেশি শক্তির হস্তক্ষেপের সুযোগ বাড়বে, যা স্বাধীনতার জন্য হুমকি। বিএনপি জনগণের ভোটাধিকার রক্ষায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।’

বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অটল রয়েছে উল্লেখ করে আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, বিএনপির সাংগঠনিক শক্তি ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় থাকায় যেকোনো সংকটময় পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়াতে সক্ষম হয়েছে।  

ইফতার বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রাব্বানী। সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ, সহদপ্তর সম্পাদক মাহবুব আলম, সহসাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি মো. লুৎফুর রহমান প্রমুখ।