নোয়াখালীতে পৃথক স্থানে ট্রাক ও বাসচাপায় অজ্ঞাত দুই নারী-পুরুষ নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পৃথক দুটি স্থানে দ্রুতগতির ট্রাক ও বাসচাপা পড়ে অজ্ঞাতনামা দুই নারী-পুরুষের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর রাত চারটায় বেগমগঞ্জ থানার পাশে চৌমুহনী-লক্ষ্মীপুর সড়কে ও সাড়ে চারটার দিকে বেগমগঞ্জের চৌমুহনী চৌরাস্তা এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। খবর পেয়ে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ এসে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোর রাত চারটার দিকে দ্রুতগতির একটি ট্রাক লক্ষ্মীপুরের দিকে যাওয়ার পর সড়কের পাশে ছিটকে পড়া অজ্ঞাতনামা এক নারীর (৪৫) লাশ পড়ে থাকতে দেখেন আশপাশের লোকজন। তাঁরা ঘটনাটি থানা-পুলিশকে অবহিত করেন। এ ঘটনার প্রায় আধা ঘণ্টা পর ভোর সাড়ে চারটার দিকে চৌমুহনীর চৌরাস্তায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস অজ্ঞাতনামা এক বৃদ্ধকে (৬০) চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে ওই বৃদ্ধের মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় লোকজনের কেউ নিহত বৃদ্ধকে শনাক্ত করতে পারেননি। পরে তাই হাইওয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি প্রথম আলোকে বলেন, ঘটনার পর তাঁরা গিয়ে নিহত দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছেন। তবে আজ শনিবার বিকেল পর্যন্ত নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার করা লাশ দুটি ময়নাতদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিদের স্বজনেরা কেউ না এলে বেওয়ারিশ হিসেবে সরকারি কবরস্থানে তাঁদের দাফনের ব্যবস্থা করা হবে বলে জানান ওসি।