২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

চাঁদপুরে গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বালুবাহী পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশাটির আরও দুজন যাত্রী। আজ সোমবার বেলা দেড়টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের উপজেলার দেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন হাজীগঞ্জ উপজেলার পইল গ্রামের গরু ব্যবসায়ী আবু তাহের মোল্লা (৫৫) ও তাঁর ছেলে মামুন মোল্লা (২৫)। আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

মো. রুবেল নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, আজ দুপুরে প্রচণ্ড বৃষ্টির মধ্যে চাঁদপুর থেকে একটি অটোরিকশায় চারজন যাত্রী হাজীগঞ্জের দিকে যাচ্ছিলেন। তাঁরা দেবপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। অটোরিকশায় থাকা আবু তাহের মোল্লা ও তাঁর ছেলে মামুন মোল্লা ঘটনাস্থলেই মারা যান। এ সময় অটোরিকশায় থাকা আরও দুজন গুরুতর আহত হন। তাঁদের হাজীগঞ্জ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।

হাজীগঞ্জের বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, বাবা-ছেলে দুজন চাঁদপুর সদরের সফরমালিতে গরু কেনাবেচা শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।

হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে লাশগুলো উদ্ধার করি। এ সময় বালুবাহী পিকআপটিও জব্দ করি। তবে চালক পালিয়ে গেছেন।’