মেয়ের বাল্যবিবাহ দিয়ে জরিমানা গুনলেন আওয়ামী লীগ নেতা

বাল্যবিবাহপ্রতীকী ছবি

বাড়ি থেকে ২০০ হাত দূরে পাকা সড়ক-সংলগ্ন প্রবেশপথে সুউচ্চ তোরণ। বাড়িতে বর ও কনেপক্ষের খাওয়াদাওয়া শেষ। পান-সুপারি খেতে খেতে খোশগল্পে ব্যস্ত মেহমানেরা। এমন পরিস্থিতিতে ওই বাড়িতে পুলিশ নিয়ে হাজির হন নির্বাহী ম্যাজিস্ট্রেট। মেয়ের বাল্যবিবাহ দেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়ের বাবাকে জরিমানা করেন। পাশাপাশি মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত মেয়েকে বাড়িতে রাখার মুচলেকা নেওয়া হয়।

শুক্রবার বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টা ইউনিয়নে এ ঘটনা ঘটে। বাল্যবিবাহ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লায়লা ইয়াসমিন। জরিমানা দেওয়া মেয়ের বাবা ওই ইউনিয়নের একটি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আদালত সূত্রে জানা গেছে, আজ বিকেলে হাকিমপুর উপজেলার খট্টা ইউনিয়নের একটি বাড়িতে জাঁকজমকপূর্ণ পরিবেশে বাল্যবিবাহের আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন। তিনি ওই বাড়িতে গিয়ে বাল্যবিবাহের সত্যতা পান এবং মেয়ের বাবা বাল্যবিবাহের কথা স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা ও মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়েকে নিজের বাড়িতে রাখার মুচলেকা নেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, মেয়ের বাল্যবিবাহ দেওয়ায় মেয়ের বাবাকে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭-এর ৮ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়েকে শ্বশুরবাড়িতে না পাঠিয়ে নিজ বাড়িতে রাখবেন মর্মে মেয়ের বাবা মুচলেকা দিয়েছেন।