গতকাল গাড়িতে চেপে প্রায় দেড় শতাধিক বরযাত্রী গৌরনদী আসেন। বর আসেন হেলিকপ্টারে। সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে হেলিকপ্টারটি নামলে অসংখ্য মানুষ সেখানে ভিড় করেন।

কনে শান্তা ইসলামের ছোট ভাই আলিফ ইসলাম বলেন, তাঁর বড় বোনের বিয়ে উপলক্ষে বাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়। প্রায় দেড় হাজার অতিথির জন্য আপ্যায়নের ব্যবস্থা ছিল। আপ্যায়ন শেষে বিকেল পাঁচটার দিকে তাওহীদ ইসলাম নববধূ শান্তা ইসলামকে হেলিকপ্টারে নিজ বাড়িতে নিয়ে যান।

বর তাওহীদ ইসলাম বলেন, উভয় পরিবারের আলোচনার মাধ্যমে বিয়ে ঠিক হওয়ার পর শান্তা ইসলাম তাঁর কাছে হেলিকপ্টারে চড়ে স্বামীর বাড়িতে যাওয়ার আবদার করেন। স্ত্রীর শখ পূরণ ও আবদার রাখতে হেলিকপ্টার ভাড়া করে তাঁকে বাড়িতে নিয়ে যান তিনি।

শান্তা ইসলাম বলেন, ‘আমি খুবই আনন্দিত। নতুন জীবনের শুরুতেই ও (বর) আমার মনের আশা পূরণ করেছে।’