পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পাশে মনসুরাবাদ আবাসিক এলাকার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

লাশ উদ্ধার হওয়া ছাত্রীর নাম শারভিন সুলতানা (২৭)। তিনি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট বিভাগের দশম ব্যাচের ছাত্রী ছিলেন। তাঁর স্বামী বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের দশম ব্যাচের ছাত্র আসিফ মুর্শেদ। স্বামীর সঙ্গে তিনি মনসুরাবাদ আবাসিক এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। মেহেরপুরের আজিজুল ইসলামের মেয়ে শারভিন।

শারভিনের প্রতিবেশী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, শারভিনের স্বামী আসিফ মুর্শেদ ঢাকায় ছিলেন। আজ দুপুর ১২টার দিকে পাবনায় পৌঁছান। এরপর বাসায় গিয়ে দরজা বন্ধ পান। অনেক ডাকাডাকির পর ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে আসিফ বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশকে জানান। পরে পুলিশ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা গিয়ে ঘরের দরজা খুলে ফ্যানের সঙ্গে শারভিনের ঝুলন্ত লাশ উদ্ধার করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিভাবক হিসেবে মেয়েটির স্বামীকে থানায় আনা হয়েছে। মেয়েটির পরিবারকে খবর দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আরও জানার জন্য পরিবারের লোকজনের সঙ্গে কথা বলা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামাল হোসেন বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়েছে। এটি আত্মহত্যার ঘটনা কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে।