আখেরি মোনাজাতে অংশ নিতে আসার পথে টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় ২ মুসল্লির মৃত্যু

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে আসার পথে কাভার্ড ভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আজ রোববার সকাল সাড়ে ছয়টার দিকে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের টঙ্গীর শিলমুন এলাকায় এই ঘটনা ঘটে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ইজতেমায় মোনাজাতে অংশ নিতে আজ ভোরে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় নরসিংদী থেকে ৯ মুসল্লি ইজতেমা মাঠের দিকে আসছিলেন। এর মাঝে সকাল সাড়ে ছয়টায় টঙ্গী–ঘোড়াশাল আঞ্চলিক সড়কের শিলমুন এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে গিয়ে আহত হন অটোরিকশার যাত্রীরা। স্থানীয় মাধ্যমে খবর পেয়ে পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা-মেডিকেল পাঠানোর পথে দুজন মারা যান। আহত বাকি সাতজনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

ওসি মুস্তাফিজুর রহমান বলেন, ঢাকায় নেওয়ার পথে দুজনের মৃত্যুর পর স্বজনেরা লাশ নিয়ে বাড়ি চলে যান। এ কারণে তাঁদের নাম–ঠিকানা জানা যায়নি। পরিবারকে লাশ নিয়ে থানায় আসার জন্য খবর দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের নাম–ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে।

গত শুক্রবার আমবয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগতীরে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আজ সকাল ৯টা ২৩ মিনিটে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় এ পর্বের ইজতেমা। ইজতেমার মোনাজাতে অংশ নিতে গতকাল শনিবার বিকেল থেকেই ইজতেমা মাঠের দিকে আসতে থাকে মানুষ। বাস, ট্রাক, ট্রেন, পিকআপ ভ্যানসহ বিভিন্ন মাধ্যমে আসতে থাকেন তাঁরা। হাজারো মুসল্লির পদচারণে জনসমুদ্রে পরিণত হয় টঙ্গীর তুরাগতীর ও আশপাশের এলাকা।

আরও পড়ুন