রাজবাড়ীতে ভোটকেন্দ্রে পাহারার দায়িত্বে থাকা গ্রাম পুলিশ সদস্যের লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পাহারার দায়িত্বে থাকা এক গ্রাম পুলিশ সদস্যের লাশ পাওয়া গেছে। আজ শনিবার সকালে বিদ্যালয়ের পাশের একটি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

মারা যাওয়া গ্রাম পুলিশ সদস্যের নাম রঞ্জিত কুমার দে। তিনি বালিয়াকান্দির চর আড়কান্দি গ্রামের শিবেন্দ্রনাথ দের ছেলে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র। রঞ্জিত ওই কেন্দ্রের পাহারাদার ছিলেন। রাতে তিনি পাহারা দেওয়ার জন্য কেন্দ্রে আসেন। রঞ্জিতের সঙ্গে রাতে পাহারাদার হিসেবে ছিলেন বিদ্যালয়ের নৈশপ্রহরী ইউসুফ হোসেন। দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রঞ্জিত প্রস্রাব করার জন্য বিদ্যালয়ের বাইরে যান। কিন্তু এরপর তিনি আর ফিরে আসেননি। আধা ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর ইউসুফ তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। বিষয়টি তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় ইউপি সদস্যকে ফোন করে জানান। এর মধ্যে ভোর পাঁচটার দিকে বিদ্যালয়ের টয়লেটের পাশে বাগানের ঝোপের মধ্যে রঞ্জিতের লাশ পাওয়া যায়। এ ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রঞ্জিতকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের চেষ্টা করা হচ্ছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা নিয়ে রাজবাড়ী-২ আসন। এখানে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৫ লাখ ২৮ হাজার ৩১৯ জন। ১৯৪টি স্থায়ী ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।