গাইবান্ধায় বিএনপির সমাবেশের আগে ১৮ নেতা-কর্মী আটক

গ্রেপ্তার
প্রতীকী ছবি

গাইবান্ধায় বিএনপির সমাবেশের আগে আজ শনিবার সকালে দলটির ১৮ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গাইবান্ধা শহরের পুরোনো বাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাঁদের আটক করা হয়।

যাঁদের আটক করা হয়েছে, তাঁরা হলেন ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, একই ইউনিয়নের ছাত্রদল নেতা আবদুর রহিম, ফুলছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, একই ইউনিয়ন ছাত্রদল নেতা আমিনুল হোসেন, আমির হোসেন, হুরমুজ আলী, এরেন্ডাবাড়ি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মশিউর রহমান, একই ইউনিয়ন ছাত্রদল সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক এস কে শামিম, সদস্য সজীব মিয়া, আতিক হোসেন, একই ইউনিয়নের বিএনপি নেতা এখলাছুর রহমান ও সাইদুর রহমান। আটক বাকি চারজনের নাম প্রাথমিকভাবে জানা যায়নি।

‘গায়েবি’ মামলায় গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত গাইবান্ধা শহরের সার্কুলার রোডের জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী বলেন, আজকের সমাবেশে অংশ নিতে গতকাল শুক্রবার রাতে ফুলছড়ি উপজেলা বিএনপির চরাঞ্চলের নেতা-কর্মীরা গাইবান্ধা শহরের একটি আবাসিক হোটেলে ওঠেন। কোনো কারণ ছাড়াই সেখান থেকে সদর থানার পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে গেছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, আজকের সমাবেশকে ঘিরে ফুলছড়ি থেকে আসা বিএনপির নেতা-কর্মীরা নাশকতার পরিকল্পনা করছিলেন। তাই নাশকতা ঠেকাতে ওই ১৮ জনকে আটক করা হয়েছে।