পাবনায় চাতালে বয়লার বিস্ফোরণ, শিশুসহ নিহত ২

পাবনা জেলার মানচিত্র

পাবনার ফরিদপুরে চাতালে ধান সেদ্ধ করার সময় বয়লার বিস্ফোরণে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বয়লার বিস্ফোরণে নিহত ব্যক্তিরা হলেন ফরিদপুরের কাশিপুর গ্রামের চাতালমালিক জাহাঙ্গীর আলম (৩৭) ও ওই চাতালের নারী শ্রমিক পাখি খাতুনের ছেলে তারেক হোসেন (৫)।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ১০টার দিকে ধানের চাতালটিতে ধান সেদ্ধর কাজ চলছিল। চাতালের মালিক জাহাঙ্গীর আলম নিজেই সেখানে কাজ করছিলেন। এ সময় হঠাৎ করেই বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে জাহাঙ্গীর আলমের শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে বয়লারের টুকরা শরীরে লেগে শিশু তারেক গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত দুজনের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।