২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

জয়পুরহাটে পিকআপ ভ্যানে আগুন

জয়পুরহাটে একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত পৌনে ১০টার দিকে জয়পুরহাট সদর উপজেলার বটতলী সড়কের ধারকি এলাকায়
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে পিকআপ ভ্যানের সামনের অংশ পুড়ে গেছে। শনিবার রাত পৌনে ১০টার দিকে জয়পুরহাট সদর উপজেলার বটতলী সড়কের ধারকি এলাকায় এ ঘটনা ঘটে।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, খালি পিকআপ ভ্যানটি বটতলী থেকে পাকার মাথায় যাচ্ছিল। রাত পৌনে ১০টার দিকে দুর্বৃত্তরা পিকআপ ভ্যানটি থামিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুনে পিকআপ ভ্যানের সামনের অংশ পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, বিএনপির অগ্নিসন্ত্রাসীরা একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে। এতে পিকআপ ভ্যানের সামনের অংশ পুড়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিভিয়ে ফেলেছেন। ওই পিকআপ খালি ছিল। রাতেই গাড়িটি র‌্যাকার দিয়ে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে। ইতিমধ্যে অপরাধীদের চিহ্নিত করা গেছে। তাদের গ্রেপ্তার করা হবে।

জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর মুহিউদ্দীন বলেন, রাত পৌনে ১০টার দিকে পিকআপে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।