ফরিদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে ১৫ জন নিহতের ঘটনায় বাসচালক আটক

ফরিদপুরে বাসের সঙ্গে মঙ্গলবার পিকআপের সংঘর্ষ হয়। পরে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নেওয়া হয়ফাইল ছবি: প্রথম আলো

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর দিগনগর এলাকায় বাস-ট্রাকের সংঘর্ষে ১৫ জন নিহতের ঘটনায় ‘উত্তরা ইউনিক পরিবহন’–এর সেই বাসচালককে আটক করেছে র‍্যাব। আজ রোববার দুপুর ১২টার দিকে র‌্যাব-১০-এর একটি দল অভিযান চালিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে। দুর্ঘটনার পর ওই বাসের চালক পালিয়ে গিয়েছিলেন।

আটক বাসচালকের নাম খোকন মিয়া (৫৪)। তাঁকে আটকের তথ্য নিশ্চিত করলেও তাঁর ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি র‍্যাব। আগামীকাল সোমবার বেলা সাড়ে ১১টায় র‌্যাব-১০-এর কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করেছে সংস্থাটি। এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, র‌্যাব-১০-এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার আটকের বিষয়ে কাল সাংবাদিকদের বিস্তারিত জানাবেন।

গত মঙ্গলবার চট্টগ্রাম থেকে চুয়াডাঙ্গাগামী উত্তরা ইউনিক পরিবহনের ওই বাসের (ঢাকা মেট্রো-ব-১১-১৭৫৯) সঙ্গে আলফাডাঙ্গা উপজেলা থেকে ফরিদপুরের দিকে যাওয়া ছাদখোলা একটি ছোট ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৫ জন নিহত হন। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে যান। পরে হাইওয়ে পুলিশ বাস ও ট্রাক দুটি জব্দ করে তাদের জিম্মায় নেয়। দুর্ঘটনায় মারা যাওয়া সবাই ট্রাকের আরোহী ছিলেন। নিহত ব্যক্তিদের মধ্যে পিকআপের চালক নজরুল ইসলামও ছিলেন।

এ ঘটনায় নিহত ইকবাল শেখের ভাই ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের কুমড়াইল গ্রামের ইমামুল শেখ বাদী হয়ে ওই রাতেই কোতোয়ালি থানায় বাসের অজ্ঞাতনামা চালককে আসামি করে ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে মামলা করেন। পাশাপাশি ফরিদপুরের জেলা প্রশাসক ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে সভাপতি করে সাত সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটির তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা ছিল। তবে আজ রাত আটটা পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটির প্রতিবেদনের বিষয়ে কিছুই জানানো হয়নি।