পাথরভর্তি ট্রাক থেকে চার কোটি টাকার হেরোইন উদ্ধার
নাটোরে পাথরভর্তি একটি ট্রাক থেকে ৩ কেজি ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাত সোয়া তিনটার সময় পুলিশ নাটোর শহরের বড়হরিশপুর বাইপাস মোড়ে অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া হেরোইনের মূল্য প্রায় চার কোটি টাকা। হেরোইনের এত বড় চালান জেলায় আগে কখনো ধরা পড়েনি।
এ ঘটনায় ট্রাকটির চালক সাগর আলী (২১) ও তাঁর সহকারী সালাহ উদ্দিনকে (২১) আটক করা হয়েছে। সাগরের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মিয়াসাহেব পাড়ায় এবং সালাহ উদ্দিনের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ব্রাহ্মণগাঁওয়ে।
হেরোইন উদ্ধারের বিষয়ে আজ মঙ্গলবার দুপুরে নাটোর পুলিশ লাইনস মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য দেন পুলিশ সুপার মো. তারেকুল ইসলাম। তিনি লিখিত বক্তব্যে বলেন, সোমবার রাতে জেলা পুলিশের পরিদর্শক এস এম আবু সাদাদের কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে বিপুল পরিমাণ হেরোইন পাচারের খবর আসে। ট্রাকে করে হেরোইন আনা হচ্ছে, এমন খবরের ভিত্তিতে শহরের হরিশপুর বাইপাস মোড়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা যানবাহন তল্লাশি শুরু করা হয়। রাত সোয়া তিনটার সময় সন্দেহভাজন পাথরবোঝাই একটি ট্রাক থামানো হয়। ভোর চারটার দিকে ট্রাকটির ড্যাশবোর্ডের ভেতর থেকে ৯টি পলিব্যাগে থাকা ৩ কেজি ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার বর্তমান বাজারমূল্য প্রায় চার কোটি টাকা।
পরে ট্রাকটির চালক ও তাঁর সহকারীকে আটক করা হয়। তাঁরা পুলিশকে বলেছেন, ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত থেকে গাজীপুরে যাচ্ছিল।
পুলিশ সুপার আরও বলেন, এ অঞ্চলে এত বিপুল পরিমাণ হেরোইন এর আগে কখনো উদ্ধার হয়নি। হেরোইন কার কাছ থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। কারা কারা এ ঘটনায় জড়িত, সে ব্যাপারে বিশদ তদন্ত করা হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মাইনুল ইসলাম, শরিফুল ইসলাম ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং পুলিশ পরিদর্শক কাজী জালাল উদ্দিন, নাছিম আহমেদ ও এস এম আবু সাদাদ উপস্থিত ছিলেন।