সিদ্ধিরগঞ্জে দেড় হাজার লিটার ডিজেলসহ পিকআপ জব্দ, আটক ২

পিকআপ থেকে ১ হাজার ৬০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে র‍্যাব
ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১ হাজার ৬০০ লিটার জ্বালানি তেলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার সোনামিয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাঁদের আটক করা হয়।

আজ শুক্রবার বিকেলে র‍্যাব-১১–এর সহকারী পরিচালক রিজওয়ান সাঈদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ী থানার মালিগাঁও এলাকার আবদুর রহিমের ছেলে ইসমাঈল হোসেন (৩২) ও ময়মনসিংহ জেলার ফুলপুর থানার গড়পয়ারী থানার ওহেদ আলীর ছেলে মো. আলতাফ হোসেন (৪৫)। গ্রেপ্তার দুই ব্যক্তি জ্বালানি তেল চোরচক্রের সক্রিয় সদস্য বলে দাবি করেছে র‍্যাব।

র‍্যাব সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তাঁরা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে ডিজেল অবৈধভাবে সংগ্রহ করে আসছেন। এরপর ওই পিকআপ ব্যবহার করে চোরাই ডিজেল ক্রয়-বিক্রয় করতেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।