বিদায়ের আনন্দটাই তাঁদের বাকি জীবনের স্মৃতি হয়ে থাকবে

করতালি দিয়ে শিক্ষকদের বিদায় জানাচ্ছেন সহকর্মী ও শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠেছবি: সংগৃহীত

বিদ্যালয় মাঠে সুসজ্জিত মঞ্চ। মঞ্চের সামনে ছামিয়ানা টানানো। ছামিয়ানার শেষে রং–বেরঙের বেলুন দিয়ে সাজানো প্রবেশপথ। সেই পথের দুই পাশে দাঁড়িয়ে আছেন শিক্ষক–শিক্ষার্থীরা। গলায় উত্তরীয় আর হাতে ক্রেস্ট নিয়ে হেঁটে যাচ্ছেন প্রবীণ ছয়জন শিক্ষক। দুই পাশে দাঁড়ানো সহকর্মী ও শিক্ষার্থীরা করতালি দিয়ে বিদায় জানাচ্ছেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার অন্তর্গত কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেল এই দৃশ্য। আজ বৃহস্পতিবার দুপুরে সেখানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছয়জন শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। দুপুর ১২টায় অনুষ্ঠান শুরু হয়। শেষ হয়েছে প্রায় তিনটার দিকে।

সুসজ্জিত প্রবেশপথ পেরিয়ে এসে বিদায়ী শিক্ষক হাফিজুর রহমান বললেন, ‘মঞ্চে বসে ভাবছিলাম, প্রতিদিন নিয়মিত বিদ্যালয়ে আসতাম। সহকর্মীদের সঙ্গে গল্প–আড্ডা দিতাম। শিক্ষার্থীদের হইচই। কর্মজীবনে কতই না অভিজ্ঞতা। জীবনের বেশির ভাগ সময়টা বিদ্যালয়ে কাটালাম। আজ থেকে আর বিদ্যালয়ে আসা হবে না। মনটা খারাপ হয়ে গেল। কিন্তু সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা যেভাবে বিদায় জানালেন, মনটা ভরে গেল। বিদায়ের আনন্দটাই বাকি জীবনের স্মৃতি হয়ে থাকবে।’

বিদায় সংবর্ধনা পাওয়া ছয়জন শিক্ষক হলেন, সাদুল্লাপুর উপজেলার পূর্ব প্রতাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান, খামার দশলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সরকার, নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রতিমা রাণী চক্রবর্ত্তী, পশ্চিম মন্দুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হক, কিশামত হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল হক এবং প্রতাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিধান চন্দ্র বর্মণ।

এই শিক্ষকদের বিদায় উপলক্ষে সংবর্ধনা সভার আয়োজন করে প্রাথমিক শিক্ষা পরিবার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ক্লাস্টার। কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে সার্বিক সহযোগিতা করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলাম।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে বিদায়ী শিক্ষকেরা। আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে
ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তা খাইরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার। সহকারী শিক্ষক আনিছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আরশাদ ও সোনালী সরকার, সাদুল্লাপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা শম্ভচরণ দাস, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকিরুল হাসান এবং শিক্ষক ফাতেমা খাতুন, বিদায়ী শিক্ষক আবু বকর সরকার ও এনামুল হক।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। এ ছাড়া তাদের সম্মাননা ক্রেস্ট ও অন্যান্য সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করেন।

বিদায়ের আনুষ্ঠানিকতা শেষে শিক্ষক আবু বক্কর সরকার আবেগপ্রবণ হয়ে যান। তিনি বলেন, ‘এভাবে আমাদের আনন্দ দিয়ে বিদায় জানানো হবে, কখনো ভাবিনি। খুব ভালো লাগল। বিদায়ের সময় যে কষ্ট পেতাম, তা পেলাম না। বিদায়ের দিনেও সম্মান নিয়ে বাড়ি যাচ্ছি।’