নাটোর আইনজীবী সমিতির নির্বাচনে অধিকাংশ পদে বিএনপি–সমর্থিত প্রার্থীরা জয়ী

নাটোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ী সভাপতি আবু আহসান টগর (কালো টাই) ও সাধারণ সম্পাদক শরীফুল হক (সাদা শার্ট)। মঙ্গলবার রাতে ফলাফল প্রকাশের পর তাঁদের ফুল দিয়ে বরণ করেন নেন অন্যরাছবি: প্রথম আলো

নাটোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদকসহ অধিকাংশ পদে বিএনপি–সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। ১০টি পদের মধ্যে মাত্র ৩টি পদে আওয়ামী লীগ–সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা জয় পেয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে নয়টায় আইনজীবী সমিতির নিজস্ব ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ কে এম শাহজাহান কবীর ফলাফল ঘোষণা করেন। ফলাফলের বিষয়টি নিশ্চিত করে তিনি প্রথম আলোকে বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। শিগগিরই নির্বাচিতদের শপথ গ্রহণের মধ্য দিয়ে তাঁদের হাতে দায়িত্ব হস্তান্তর করা হবে।

আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। সমিতির ৩০৭ জন ভোটারের মধ্যে ২৯৩ জন ভোট দিয়েছেন। এর মধ্যে দুটি ভোট বাতিল হয়েছে। বৈধ ভোট পড়েছে ২৯১টি। সভাপতি পদে বিএনপি–সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে কোনো প্রার্থী দেওয়া হয়নি। তবে আওয়ামী লীগ–সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতি প্রার্থী দিয়েছিল। বিএনপি–সমর্থিত প্যানেল স্বতন্ত্র প্রার্থী আবু আহসান টগরকে সমর্থন দেয়।

নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী আবু আহসান টগর ১৬২ ভোট পেয়ে আবার সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী সমন্বয় পরিষদের প্রসাদ কুমার তালুকদার ১২২ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে বিএনপি–সমর্থিত ঐক্য পরিষদের মো. শরীফুল হক ১৭০ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রার্থী সমন্বয় পরিষদের জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ১১৪ ভোট। এ ছাড়া ঐক্য পরিষদের এস এম লুৎফর রহমান ১৬৭ ভোট পেয়ে জ্যেষ্ঠ সহসভাপতি, হারুন-অর-রশিদ ১৬৪ ভোট পেয়ে কনিষ্ঠ সহসভাপতি, শহীদ মাহমুদ ১৬১ ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক, মোখলেসুর রহমান ১৫৬ ভোট পেয়ে কোষাধ্যক্ষ, আরিফুল ইসলাম ১৬১ ভোট পেয়ে নিরীক্ষণ সম্পাদক, মাহামুদুর রহমান প্রাং ১৪২ ভোট পেয়ে আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জয়ী হন।

অন্যদিকে আওয়ামী লীগ–সমর্থিত সমন্বয় পরিষদের শফিকুল ইসলাম ১৫৭ ভোট পেয়ে পাঠাগার সম্পাদক, বাকি বিল্লাহ ১৯১ ভোট পেয়ে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ও আরজুমান্দ বানু ১৪১ ভোট পেয়ে মহিলাবিষয়ক সম্পাদিকা নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক শরিফুল হক প্রথম আলোকে বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নাটোর আইনজীবী সমিতির সদস্যরা শান্তিপূর্ণভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সুন্দর ভোট আয়োজনের জন্য তিনি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান।