বড় বোনের সাইকেলে বসে খেলছিল শিশুটি, ট্রাক্টরের ধাক্কায় নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় নিজ বাড়ির সামনের রাস্তায় বড় বোনের বাইসাইকেলের পেছনে বসে খেলছিল তিন বছরের শিশু শতাব্দী মুরমু। এ সময় মাটিবাহী একটি ট্রাক্টর ওই সাইকেলটিকে ধাক্কা দিলে শিশুটি নিহত হয়।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার বুলাকি ইউনিয়নের বিন্যাগাড়ির তামাকুপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শতাব্দী মুরমু ওই গ্রামের কর্নেল মুরমুর মেয়ে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে নিজ বাড়ির সামনে শিশু শতাব্দী মুরমু তার বড় বোন শ্রেয়া মুরমুর (১০) বাইসাইকেলের পেছনে বসে খেলছিল। শ্রেয়া বাইসাইকেলটি চালাচ্ছিল। খেলার একপর্যায়ে তারা পাকা সড়কে উঠলে বিন্যাগাড়ি থেকে আসা ঘোড়াঘাট শহরগামী মাটিবাহী একটি ট্রাক্টর বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বাইসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় শতাব্দী এবং জ্ঞান হারায়। স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে স্থানীয় ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাদিয়া আফরিন বলেন, দুপুর পৌনে ১২টার দিকে শতাব্দী মুরমু নামের একটি শিশুকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন এলাকার বাসিন্দা। মাথায় গুরুতর আঘাত পেয়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হয়েছে।

ঘোড়াঘাট থানার উপপরিদর্শক তপন দাস গুপ্ত প্রথম আলোকে বলেন, লাশ তার স্বজনেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাড়িতে নিয়ে গেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।