গুইমারায় ট্রাকে আগুন দেওয়ার মামলায় বিএনপির ৬ নেতা-কর্মী গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়িতে চালের ট্রাকে আগুন দেওয়ার মামলায় বিএনপির ৬ নেতা-কর্মীকে আটক করেছে গুইমারা থানার পুলিশ। গত রাতে মঙ্গলবার গুইমারার জালিয়াপাড়া, পশ্চিম বড় পিলাক, বড় পিলাক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নেতা-কর্মীরা হলেন গুইমারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল লতিফ, তাঁর ছেলে এইচ এম বিজয়, বিএনপির কর্মী আবদুল আজিজ, মুক্তার আলী, মো. সাইদুল ইসলাম ও বাবুল খাঁ।

বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব চন্দ্র কর। তিনি বলেন, ২৬ নভেম্বর সোমবার গুইমারা হাফছড়িতে ট্রাকে আগুনের ঘটনায় এজাহারভুক্ত ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তারে নিন্দা জানিয়েছেন গুইমারা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ। তিনি বলেন, ট্রাকে আগুন বা নাশকতার কোনো কাজে বিএনপির কর্মীরা জড়িত নন। মিথ্যা ও বানোয়াট অভিযোগে হয়রানিমূলক গ্রেপ্তার করছে পুলিশ।