রংপুরে বাবার আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন রাশেক

রংপুর-৬ থেকে শারমিন চৌধুরী, রংপুর-৪ আসন থেকে টিপু মুনশি ও রংপুর-২ থেকে আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী এবারো নৌকার মনোনয়ন পেয়েছেন
ছবি: সংগৃহীত

বর্তমান জাতীয় সংসদে রংপুর জেলায় ছয়টি আসনের মধ্যে আওয়ামী লীগের সংসদ সদস্য আছেন চারটিতে। তাঁদের মধ্যে তিনজনের হাতে দ্বাদশ জাতীয় নির্বাচনেও নৌকা দেওয়া হয়েছে। একটি আসনে বর্তমান সংসদ সদস্যের জায়গায় বেছে নেওয়া হয়েছে তাঁর ছেলেকে। এ ছাড়া বাকি দুটি আসনেও নতুন মুখকে দেওয়া হয়েছে দলীয় মনোনয়ন।

বর্তমান সংসদ সদস্যের মধ্যে যে তিনজন এবারও দলীয় মনোনয়ন পেয়েছেন, তাঁরা হলেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, রংপুর-৪ আসনের (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

বাবা আশিকুর রহমানের আসন রংপুর-৫ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন রাশেক রহমান
ছবি: সংগৃহীত

রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের বর্তমান সংসদ সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান। তিনি এবার নির্বাচন করছেন না। ছেলে রাশেক রহমানের জন্য মনোনয়ন চেয়েছিলেন। তাই হয়েছে। বাবার আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন রাশেক। এ বিষয়ে বাবা–ছেলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

বর্তমান জাতীয় সংসদে রংপুর–১ (গঙ্গাচড়া) ও রংপুর–৩ (সদর) আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য রয়েছেন। রংপুর–১–এ বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা (মহাসচিব) ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা। এই আসন থেকে তিনি ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও মহাজোটের প্রার্থী হয়ে নির্বাচিত হন। আর রংপুর-৩ (সদর) আসনে বর্তমান সংসদ সদস্য এরশাদপুত্র রাহগির আলমাহি ওরফে সাদ এরশাদ। তিনিও মহাজোটের প্রার্থী হয়ে নির্বাচিত হন।

এবার রংপুর-১ (গঙ্গাচড়া) আসনে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিমকে এবং রংপুর-৩ (সদর) আসনে রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

আরও পড়ুন

রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন থেকে এই আসনে নৌকার প্রার্থী ছিল না। ছিলেন মহাজোটের হয়ে জাতীয় পার্টির প্রার্থী। এ অঞ্চলের মানুষের দাবি ছিল নৌকার প্রার্থী ঘোষণা। জনগণের সেই দাবি এবার পূরণ হয়েছে। আমরা এবার এই আসন থেকে নৌকা বিজয় ছিনিয়ে আনব।’

তুষার কান্তি মন্ডল মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় বলেন, ‘এটা বলার ভাষা নেই। এবার তৃণমূল পর্যায়ের নেতাদের মূল্যায়ন করা হয়েছে। দীর্ঘ বছর পর রংপুর সদর আসনে নৌকার প্রার্থী ঘোষণা করা হয়েছে। এবার লড়াই হবে জাতীয় পার্টির সঙ্গে। আশা করছি, ভালো করব।

আরও পড়ুন