রাজশাহীতে ‘চুরি হওয়া’ ট্রাকে পাওয়া গেল চালকের সহকারীর লাশ

লাশ
প্রতীকী ছবি

রাজশাহীতে নাবিল গ্রুপের ‘চুরি হওয়া’ একটি ট্রাকে চালকের সহকারীর লাশ পাওয়া গেছে। আজ শনিবার বিকেলে রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দর এলাকায় সড়কের পাশে ট্রাকের কেবিন থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

লাশ উদ্ধার হওয়া ট্রাকটির চালকের সহকারীর নাম বাবু খান (২৫)। তিনি নাটোর সদর উপজেলার ওয়াহেদ খানের ছেলে। ট্রাকটি চুরি হয়েছে দাবি করে গতকাল শুক্রবার রাতে নাটোর সদর থানায় নাবিল গ্রুপের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। নাবিল গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা মামলাটি করেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী থেকে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) ১৪ লাখ টাকার পণ্য নিয়ে ট্রাকটি গত বৃহস্পতিবার রাতে কুমিল্লার উদ্দেশে রওনা হয়। ট্রাকটির চালক ও তাঁর সহকারীর বাড়ি নাটোর সদরে। কুমিল্লা যাওয়ার পথে বৃহস্পতিবার রাতে নাটোরের কান্দিভিটা এলাকায় ট্রাকটি রেখে চালক নিজ বাড়িতে চলে যান। সকালে এসে চালক আর ট্রাক পাননি বলে তিনি নাবিল গ্রুপকে জানান। এ ঘটনায় ট্রাক চুরি সন্দেহে ট্রাকচালক ও তাঁর সহকারীকে আসামি করে মামলা হয়েছে। এরই মধ্যে আজ বিকেলে ট্রাকের কেবিন থেকে সহকারীর লাশ উদ্ধার করা হয়। পরে ট্রাকচালককে গ্রেপ্তার করে পুলিশ।

নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম বলেন, শুনেছেন ট্রাকটি টিসিবির ডাল নিয়ে যাচ্ছিল। চালকের বাড়ি নাটোরে। রাতে ট্রাকটি রেখে চালক বাসায় গিয়েছিলেন। আর চালকের সহকারী গাড়িতে ছিলেন। রাত থেকেই ট্রাকটি তাঁদের ট্র্যাকিংয়ের বাইরে চলে যায়। রাজশাহীর বিমানবন্দর এলাকায় ট্রাকটি পাওয়া গেছে। ট্রাকটিতে চালকের সহকারী লাশ পাওয়া গেছে বলে শুনেছেন। তবে ট্রাকে ১৪ লাখ টাকার মালামাল ছিল, তা পাওয়া যায়নি।

রাজশাহী নগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।