সাধারণ মানুষ ভোটাধিকার-গণতন্ত্র বোঝে না, তারা উন্নয়ন চায়

সুনামগঞ্জের জগন্নাথপুর থানার আয়োজনে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
ছবি: প্রথম আলো

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, এ দেশের খেটে খাওয়া সাধারণ মানুষ ভোটের অধিকার, গণতন্ত্র—এসব বোঝে না। মানুষ চায় উন্নয়ন। গ্রামের মানুষকে গণতন্ত্র, অধিকার এসব বলে বিভ্রান্ত করা যাবে না বলে মনে করেন তিনি। পরিকল্পনামন্ত্রীর মতে, সাধারণ মানুষ চায় নলকূপ, ভাতার কার্ড, সুশাসন, জিনিসপত্রের দাম সহনীয় রাখা। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার এসব কাজ সফলভাবে বাস্তবায়ন করছে।

আজ শনিবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার আয়োজনে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এম এ মান্নান। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ সার্কেল) শুভাশীষ ধর, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শংকর রায়সহ উপজেলা আওয়ামী লীগের নেতারা।

সভায় পরিকল্পনামন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনৈতিক দল। জনগণের প্রতি তাদের আস্থা আছে। ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মানুষ ভোট দিয়েছে। এবারও মানুষ ভোট দেবে। তিনি বলেন, ‘আমরা বাঙালিরা ভাই ভাই হিসেবে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলতে চাই। সংঘাত, সংঘর্ষ, সাম্প্রদায়িকতা চাই না। সবাই মিলে মিশে দেশকে এগিয়ে নিতে চাই। একটি সাম্প্রদায়িক গোষ্ঠী বাঙালির সুনাম নষ্ট করতে চায়। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।’