বেপরোয়া বালু উত্তোলনের কারণে সিলেটে ধলাই সেতু ধসের আশঙ্কা

সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদ
ফাইল ছবি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদের নিচ থেকে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেট শাখা। রোববার বেলা একটায় সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় বলা হয়, অবিলম্বে নদ-নদী এবং সেতু রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

স্মারকলিপিতে স্বাক্ষর করেন ধরা সিলেট শাখার আহ্বায়ক মোস্তফা শাহজামান চৌধুরী (বাহার) ও সদস্যসচিব আবদুল করিম চৌধুরী (কিম)। স্মারকলিপি প্রদানকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধরা সিলেট শাখার কার্যকরী কমিটির সদস্য হুমায়ুন কবির, আইনজীবী অরূপ শ্যাম, রেজাউল কিবরিয়া, রোমেনা বেগম, রিনি চৌধুরী, সোহাগ তাজুল প্রমুখ।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ধরার পক্ষ থেকে বলা হয়, গত ৫ আগস্টের পরবর্তী সময়ে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের শিথিলতায় সিলেট জেলার বিভিন্ন নদ-নদীতে অনিয়ন্ত্রিত ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলন চলছে। এরই ধারাবাহিকতায় কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদেও চলছে নির্বিচার বালু লুট। বালুখেকোরা কঠোরভাবে প্রশাসনিক কোনো বাধা না পাওয়ায় এতই বেপরোয়া হয়েছে যে বর্তমানে ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলন করা শুরু করেছে।

ধরা সিলেট শাখার পক্ষ থেকে পরিদর্শন করে ধলাই সেতুর নিচে বালু লুটতরাজের সত্যতা পাওয়া গেছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, বালুখেকোদের বেপরোয়া বালু উত্তোলনের কারণে ধলাই সেতু যেকোনো সময়ে ধসে যেতে পারে। ফলে রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টের পাশাপাশি ওই এলাকার মানুষের জীবনযাত্রায় বিঘ্ন ঘটবে।