এবার আট লাখ টন চাল আমদানি করবে সরকার: খাদ্য উপদেষ্টা
খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে এবার আট লাখ টন চাল আমদানি করবে সরকার। চাল আমদানির যে প্রক্রিয়া শুরু হয়েছে, তা আশা করি সফল হবে। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার আজ মঙ্গলবার চট্টগ্রাম বন্দর জেটিতে জাহাজ থেকে চাল খালাস কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন।
এমভি গোল্ডেন স্টার নামে এই জাহাজ মিয়ানমার থেকে সরকারি আমদানির ২২ হাজার টন চাল নিয়ে গত ১৭ জানুয়ারি বন্দর জেটিতে পৌঁছায়। খাদ্য উপদেষ্টা পরিদর্শনের সময় জাহাজটি থেকে চাল খালাস হচ্ছিল।
খাদ্য উপদেষ্টা বলেন, সরকারিভাবে ভারত ও মিয়ানমার থেকে চাল আসছে। পাকিস্তান থেকে ৫০ হাজার টন আমদানি প্রায় চূড়ান্ত পর্যায়ে। চাল আমদানির জন্য আরও উৎস সন্ধান করা হচ্ছে। ভিয়েতনামের সঙ্গে আলোচনা চলছে।
ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি থাকা সত্ত্বেও চাল আমদানির নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলী ইমাম মজুমদার বলেন, ‘বাণিজ্যকে আমরা রাজনীতির সঙ্গে মেলাচ্ছি না। ভারত যেহেতু আমাদের নিকটতম প্রতিবেশী এবং ওখান থেকে আমদানি খরচ তুলনামূলকভাবে কম ও সস্তা দামে পাওয়া যায়, সে জন্য সেখান থেকে আমদানি হচ্ছে। পাশাপাশি মিয়ানমার আমাদের কাছে আরও চাল বিক্রি করতে চাচ্ছে। আমরা বিচার-বিবেচনা করছি।’
বিদেশ থেকে কয়েক দফা চাল এলেও দাম কমছে না, এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখানে প্রথম কথা হচ্ছে দাম বাড়ানো বন্ধ হয়েছে। মোটা চাল যেটা আছে সেটার দাম তিন থেকে পাঁচ টাকা কমেছে। আমরা আরও আনতে থাকব। সেটা বাড়ার আর সুযোগ থাকবে না। বরং ক্রমান্বয়ে কমবে।’
এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দিন,খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আবদুল খালেক ও বন্দর চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
এর আগে পতেঙ্গায় নতুন সাইলো নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন উপদেষ্টা।