হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ও আর্থিক কাজে হাসান ফুয়াদ এলতাজ
দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপালনের জন্য হাসান ফুয়াদ এলতাজ মনোনীত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিনভর আলোচনা শেষে সন্ধ্যায় ডিন সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
হাসান ফুয়াদ এলতাজ বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের শিক্ষক। ১৯৯৫ সালে প্রতিষ্ঠানটিতে শিক্ষকতা শুরু করেন তিনি।
গতকাল রাত সাড়ে আটটার দিকে জনসংযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুহিউদ্দীন নুরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ২৯ আগস্ট এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে শিক্ষা মন্ত্রণালয়। সেখানে বলা হয়, প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য নিয়মিত উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিল ও বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করে একজন জ্যেষ্ঠ অধ্যাপককে দায়িত্বপালনের ব্যবস্থা নিতে হবে।
গত ৫ আগস্ট সরকার পতনের পর বিশ্ববিদ্যালয় প্রক্টর, ছাত্র উপদেষ্টা, হল সুপারসহ প্রশাসনিক দায়িত্বে থাকা প্রায় সবাই পদত্যাগ করেন। সর্বশেষ গত ১৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদত্যাগ করায় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন ছাড় দেওয়া সম্ভব হয়নি। তবে গত ১৮ আগস্ট থেকে আবাসিক হলে ফিরেছেন শিক্ষার্থীরা। পরদিন থেকে ক্লাস-পরীক্ষাও চালু হয়।