ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপ, ১৮ ঘণ্টা পর মায়ের লাশ উদ্ধার

নিখোঁজ নারীর লাশ উদ্ধারের সময় স্থানীয় লোকজনের ভিড় দেখা যায়। শনিবার দুপুরে ময়মনসিংহ গফরগাঁও উপজেলার সালটিয়া গ্রামে ব্রহ্মপুত্র নদের তীরে
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ গফরগাঁও উপজেলায় নৌকা থেকে নদীতে পড়ে যায় সাত বছর বয়সী ছেলে। ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়েন মা। কিছুক্ষণের মধ্যে নৌকায় থাকা অন্য যাত্রীরা নদী থেকে ছেলেকে উদ্ধার করেন। কিন্তু মায়ের আর কোনো খোঁজ পাচ্ছিলেন না। নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর আজ শনিবার দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ওই নারীর লাশ উদ্ধার করেন।

গতকাল শুক্রবার বিকেলে গফরগাঁও পৌর শহরের সালটিয়া গ্রামে ব্রহ্মপুত্র নদে ঘটনাটি ঘটে। গফরগাঁও ফায়ার সার্ভিসের কর্মী তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ সালটিয়া সেতুর নিচ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

মারা যাওয়া ওই নারীর নাম মোছা. আঞ্জুমান (৩২)। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার নাজমুল হাসানের স্ত্রী।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মোছা. আঞ্জুমান স্বামী ও তিন সন্তানকে গফরগাঁও উপজেলার পাঁচুয়া গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। শুক্রবার বিকেলে আঞ্জুমান স্বজন ও পরিবারের সদস্যদের সঙ্গে পৌর শহরের সালটিয়া এলাকায় ব্রহ্মপুত্র নদে জেগে ওঠা চরে কাশফুল দেখতে যান। সেখান থেকে সন্ধ্যা ছয়টার দিকে নৌকায় করে ফেরার পথে আঞ্জুমানের সাত বছর বয়সী ছেলে নদীতে পড়ে যায়। ছেলেকে বাঁচাতে তাৎক্ষণিক নদীতে ঝাঁপ দেন মা। দুজনকে উদ্ধারে নৌকায় থাকা একাধিক যাত্রী নদীতে নামেন। তাঁরা ছেলেকে জীবিত উদ্ধার করলেও মাকে খুঁজে পাননি। খবর পেয়ে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি করেও পাননি। পরে আজ দুপুরে নিখোঁজ ওই নারীর লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।