সীতাকুণ্ডে ২২ ঘণ্টা পর তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে

২২ ঘন্টা পর তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে। এখনো পানি ছিটাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা। রোববার সকাল ৯টার দিকে চট্টগ্রামে সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায়ছবি: প্রথম আলো

চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় ইউনিটেক্স স্পিনিং মিল লিমিটেডের তুলার গুদামে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় লাগা আগুন ২২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট, সেনাবাহিনীর ৪টি, নৌবাহিনীর ৪টি, বিমানবাহিনীর ২টি, বিজিবির ৪টি ফায়ার ফাইটিং ইউনিটসহ ২৩ ইউনিটকে কাজ করতে হয়েছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, গুদামটিতে ঝালাইয়ের কাজ করার সময় আগুন লাগে। এরপর মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। সন্ধ্যায় তিনি ঘটনাস্থলে এসে আগুনের ভয়াবহতা দেখে সেনা, বিমান ও নৌবাহিনী এবং বিজিবির ফায়ার ইউনিটের সহযোগিতা চান। তুলার গুদামটিতে ২ হাজার ৭০০ টন আমদানি করা তুলা ছিল বলে জানান তিনি।

আরও পড়ুন

কথা হয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেকের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন চলছে ডাম্পিংয়ের কাজ। সকাল সাড়ে নয়টার দিকে আগুন পুরোপুরি নিভে যাওয়ার ঘোষণা দিতে পারার আশা করছেন তাঁরা। এরপর ফায়ার সার্ভিসের ইউনিটগুলো গুরুত্ব অনুসারে তুলে নেওয়া হবে। অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের আশপাশের পানির উৎস শেষ হয়ে যাওয়ায় আগুন নেভাতে বিপাকে পড়েছিলেন তাঁরা। দু–তিন কিলোমিটার দূরের পুকুর থেকে পানি আনতে হয়েছে। তুলার আগুন খুব সহজে নেভে না। এ কারণে সময় বেশি লেগেছে।

বিমানবাহিনীর ফায়ার ইউনিটের কমান্ডার নাদেরুজ্জামান বলেন, তাঁরা এসে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে সহযোগিতা করেছেন। দূর থেকে পানি এনে আগুন নির্বাপণে কাজ করেছেন। এখন আর দৃশ্যমান কোনো আগুন নেই। আগুন পুরোপুরি নির্বাপণ হওয়ার পথে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, আজ থেকে তারা তদন্তকাজ শুরু করবেন। ওয়েল্ডিং থেকে আগুনের সূত্রপাত, বিষয়টিকে সামনে রেখে কাজ শুরু করবেন বলে জানান তিনি। এখন ফায়ার সার্ভিস ও বিমানবাহিনীর ফায়ার ইউনিটের সদস্যরা কাজ করছেন। আগুন নিয়ন্ত্রণ আসার পর সকাল আটটার দিকে অন্য বাহিনীর সদস্যরা ফিরে গেছেন।

আরও পড়ুন

সকালে সরেজমিন দেখা যায়, পুড়ে যাওয়া তুলা থেকে ধোঁয়া বেরোচ্ছে। ফায়ার সার্ভিসে সদস্যরা ধোঁয়া উঠতে থাকা তুলার ওপর পানি ছিটাচ্ছেন। যেদিকে সামান্য আগুন রয়েছে, সেখানেও পানি ছিটাচ্ছেন। পুরো গুদাম একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভেঙে পড়েছে গুদামের অবকাঠামো। আগুন নেভানো সহজ করার জন্য ভাঙা হয়েছে গুদামের ভবনের দেয়াল। গুদামজুড়ে পুড়ে যাওয়া তুলা ছড়িয়ে–ছিটিয়ে আছে।

এ ঘটনা তদন্তে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বদিউল আলমকে প্রধান করে ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তাদের পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী বলেন, সিপি কারখানাটি বন্ধ হওয়ার পর স্থানীয় জাহাজভাঙা কারখানা এস এল স্টিলের মালিক লোকমান হোসেন সেটিকে কিনে নেন। কিন্তু তিনি ব্যবসা করার জন্য ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্সসহ সরকারি কোনো কাগজপত্র নেননি। পরে তিনি গুদামটিকে ইউনিটেক্স স্পিনিং মিলস লিমিটেডের কাছে ভাড়া দিয়ে দেন।

৪ মার্চ বিকেলে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকার সীমা অক্সিজেন লিমিটেডে বিস্ফোরণে ৭ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। এর আগে গত বছরের ৪ জুন বিএম কনটেইনার ডিপোতে রাসায়নিকের কনটেইনারে বিস্ফোরণে ৫০ জন নিহত ও ২ শতাধিক ব্যক্তি আহত হয়েছিলেন।